
lata mangeshkar - hathat bhishon bhalo كلمات أغنية
হঠাৎ ভীষণ ভালো লাগছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে।।
অন্তরে ঝলকে, ঝলকে, পুলকে
কি যে আগুন
কি যে ঋতু তা জানিনা
ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন
অন্তরে ঝলকে, ঝলকে, পুলকে
কি যে আগুন
কি যে ঋতু তা জানিনা
ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন
হোক বা না হোক উৎসব ঝুলনের
দোলা লাগে অঙ্গে দোদুল দোলনের
হোক বা না হোক উৎসব ঝুলনের
দোলা লাগে অঙ্গে দোদুল দোলনের
নিজেরই রঙে মন আজ রাঙছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে।।
সূর্যের তোরনে তরণে চলো না
দিই গো হানা
জমা যত আঁখি জল
হোক না সে উজল হাসনুহানা
সূর্যের তোরনে তরণে চলো না
দিই গো হানা
জমা যত আঁখি জল
হোক না সে উজল হাসনুহানা
মুক্তির পাখা মেলে যাই দুজনা
বন্ধনে বাঁধা পরে যাই দুজনা
মুক্তির পাখা মেলে যাই দুজনা
বন্ধনে বাঁধা পরে যাই দুজনা
বাধন সুধা মুক্তি মাংচে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে।।
كلمات أغنية عشوائية
- gg allin - cock on the loose (1991 single version) كلمات أغنية
- abir - made 4 u كلمات أغنية
- serena lin coco - ur place كلمات أغنية
- real yoits - pray for me كلمات أغنية
- one&noone - storm كلمات أغنية
- robin hermes - mana banana كلمات أغنية
- arrested youth - dr. evil كلمات أغنية
- jonathan taylor - overthinking in the belly of a whale كلمات أغنية
- 104 & alisha - королева (queen) كلمات أغنية
- fran vasilić - love grows (where my rosemary goes) كلمات أغنية