kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lakkhichhara - jibon chaiche aro beshi كلمات الأغنية

Loading...

ঘুরে ফিরে তাই একি কথা
ডাঁয়ে বাঁয়ে আগে পিছু
জীবন চাইছে আরও বেশি
আরও বেশি কিছু

আলো ঝলমলে সে সব রাত্তিরে
আমি খুঁজে দেখেছি
canteen এ coffee cup এর আড্ডাতে
সব কিছুই পেয়েছি

লুকোচুরি প্রেম অলস বিরহে
মুছে গেছে কত দিন
সব কিছুই পেয়েছি এ জিবনে
আজ সব বেরঙ্গিন

মনে ভরছে না আর তাতে
ছেড়ে দাও আজ আমাকে
একঘেঁয়েমি আড্ডাতে
আছি নতুনের আশাতে

ঘুরে ফিরে তাই একি কথা
ডায়ে বায়ে আগে পিছু
জীবন চাইছে আরও বেশি
আরও বেশি কিছু

“আরও পেতে ছাই “এই হৃদয় বলে
আশ মেটেনাতো কিছুতেই
আমরাও আজ তোমাদের দলে
ঘর ছেড়েছি যে সকলেই
top gear এ তে ছুটছে যে গাড়ি
highway শুনছে rock ‘n roll
back seat এ হাসছে অনুভূতি
ফিরে তাকালেই গন্ডগোল

যাঁতাকল টানে আমাদের
কাঁটা ঘুরে চলে সময়ের
ইতি নিঃশেষ এ জীবনের
ভালোবাসা হয় ক্ষনিকের

তাই ঘুরে ফিরে একি কথা
ডাঁয়ে বাঁয়ে আগে পিছু
জীবন চাইছে আরও বেশি
আরও বেশি কিছু।

তবু আশা বেঁধে বুকে
কাছে ডাকছি তোমাকে
দেখি রোদ্দুরের ফাঁকে
ওরে এই দুর্বিপাকে

বলে যাবো আমি আজ সে কথা
মন খুলে সব কিছু
এই জীবনের উপরেও যে আছে
আরও বেশি কিছু

ঘুরে ফিরে তাই একি কথা
ডায়ে বায়ে আগে পিছু
জীবন চাইছে আরো বেশি
আরো বেশি কিছু

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...