
lagnajita chakraborty - preme pora baron كلمات أغنية
Loading...
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ
তোমায় যত গল্প বলার ছিল
তোমায় যত গল্প বলার ছিল
সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়ে ছিল
দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ
প্রেমে পড়া বারণ
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতিচারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ
প্রেমে পড়া বারণ
প্রেমে পড়া বারণ
كلمات أغنية عشوائية
- laura hackett park - loved by you (spontaneous) كلمات أغنية
- lostboi vonte - da$h كلمات أغنية
- gotu jim - grenzen كلمات أغنية
- the flight of sleipnir - legends كلمات أغنية
- sir hop - still buckin' كلمات أغنية
- kelli o'hara - the sun went out كلمات أغنية
- various artists - freestyle #11rappeursasuivre كلمات أغنية
- frank boeijen - de dag erna كلمات أغنية
- the official yung bull - picasso كلمات أغنية
- jimmy wopo - patty cake (remix) كلمات أغنية