lagnajita chakraborty - preme pora baron كلمات الأغنية
Loading...
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ
তোমায় যত গল্প বলার ছিল
তোমায় যত গল্প বলার ছিল
সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়ে ছিল
দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ
প্রেমে পড়া বারণ
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতিচারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ
প্রেমে পড়া বারণ
প্রেমে পড়া বারণ
كلمات أغنية عشوائية
- a:cr (nl) - core كلمات الأغنية
- loveless death scene - my ghostwriter كلمات الأغنية
- killnihilist - trained assassin كلمات الأغنية
- pete seeger - the literacy test song كلمات الأغنية
- leunam oficial - la asombrosa chamba digital كلمات الأغنية
- darii - mirrors كلمات الأغنية
- wiltwither - for no one else to see كلمات الأغنية
- felix lee - idiot waltz كلمات الأغنية
- clube da chupa - mijar na face كلمات الأغنية
- loovex - +possessed+ كلمات الأغنية