
lagnajita chakraborty - e bhabe golpo hok كلمات أغنية
Loading...
একটা বারান্দায়, আমি দাঁড়িয়েছিলাম
ছুঁড়ে ম্যাজিক চোখ, তাকিয়ে যেই চলে গেলে
শীতে আরাম দেয়, সেইরকমই চাদর
মেলে ফেলেছি, খেলার ছলে তোমার কোলে
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
বাউন্ডুলে দিন, আর দুষ্টুমিরা
নিয়ে পৌঁছে দিক
আমায় তোমার পুকুর পাড়ে
কাটবো সাঁতার, ঠেকবো শেওলা গাছে
রাজি হও যদি
খেলার ছলে, তোমার জলে
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
কিছুটা ছেলেমানুষি, মেনেও তো ভালোবাসি
বলে কয়ে কথা দিয়ে যাও
দেখো না এনেছি সাথে, মধুমাখা দিনে রাতে
আমার মনের জোছনায়
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
كلمات أغنية عشوائية
- alvaro rod - somos dos (unplugged) كلمات أغنية
- boyanka kostova - colacao كلمات أغنية
- rumba tres - y no te quedan lágrimas كلمات أغنية
- pilot the helm - dreamer كلمات أغنية
- lp rambo - no stylist كلمات أغنية
- gian & zeballos - freestyle 01 كلمات أغنية
- rasmus hagen feat. matilda skoglund - fall out of love كلمات أغنية
- jordana henriques - atraso كلمات أغنية
- andrés cepeda - un pacto كلمات أغنية
- cæcilie norby - toccata كلمات أغنية