kunal ganjawala - vandemataram كلمات الأغنية
Loading...
kunal ganjawala, jeet gannguli & pamela jain vandemataram
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
জানি গড়বো আবার সোনার বাংলা
আমরা নয় দুর্বল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
বীর শহীদের দেখা স্বপ্ন
ব্যর্থ হবেনা কোনদিন
খেটে খাওয়া মানুষের ঘামে
আসবে সেই স্বপ্নের দিন
সুজলা সুফলা এই মাটি আমাদের মা
মানুষের অধিকার তাই কেড়ে নিতে দেবো না
মুছে দেবো জল মা তোমার
মুছবো চোখের জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
(..) লড়বো লড়াই
তাই নেমেছি পথে
এক জাতি এক (..) মানে
এগিয়ে যাবো একসাথে
ধরণী জননী তুমি আমি ভুলে যাবো না
একতার হবে জয়
শোনো আমরা হেরে যাবো না
মুছে দেবো জল মা তোমার
মুছবো চোখের জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
كلمات أغنية عشوائية
- miky woodz - tú regresas كلمات الأغنية
- k.a.a.n. - valley of pain كلمات الأغنية
- hakeem ture - we made history in his presence كلمات الأغنية
- andrés calamaro - hasta el cielo كلمات الأغنية
- mano brown - gangsta boogie كلمات الأغنية
- kollegah - straight into compton كلمات الأغنية
- perotá chingó - anhelando iruya كلمات الأغنية
- mosh36 - moonrocks كلمات الأغنية
- marty ray project - ice ice baby كلمات الأغنية
- blameshift - destroy your masquerade كلمات الأغنية