kumar sanu - esho maa gauri maa كلمات الأغنية
Loading...
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো, তুমি এলে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
পাকা ধানের সোনার শীষে
সবুজ পাখি গায়
ও কাশের ফুলে কাঁপন লাগে
বাতাস ছুঁয়ে যায়
তোমার পূজার লগন পাবো
অনেক সাধনায়
মনের কমল পরশ করো
আলতা_রাঙা পায়ে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
সুখে_দুঃখে ভরা থাকে
মানুষেরই জীবন
ভুলে যাবো যতকিছু
দুঃখকে যে এখন
এক হয়ে যে মিলবো এবার
ফকির মহাজন
ধন্য হবে মাগো তোমার
পূজার আয়োজন
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো, তুমি এলে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
এসো মা, এসো মা
এসো মা, এসো মা
كلمات أغنية عشوائية
- jacquees - superstar كلمات الأغنية
- eddie meduza - göran persson i mitt rövhål كلمات الأغنية
- nestakilla - hold on كلمات الأغنية
- squidnice - nothing for free كلمات الأغنية
- exsl95 - broadcast yourself feat. delisk - official 100k track كلمات الأغنية
- caparezza - prologo di un fonoromanzo كلمات الأغنية
- eternal falls - рядом (close to you) كلمات الأغنية
- brother brown - under the water (deep dish triangle dub) كلمات الأغنية
- s.e. sekator - łatwo przyszło, łatwo poszło كلمات الأغنية
- cymatree - never alone كلمات الأغنية