
kumar sanu - esho maa gauri maa كلمات أغنية
Loading...
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো, তুমি এলে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
পাকা ধানের সোনার শীষে
সবুজ পাখি গায়
ও কাশের ফুলে কাঁপন লাগে
বাতাস ছুঁয়ে যায়
তোমার পূজার লগন পাবো
অনেক সাধনায়
মনের কমল পরশ করো
আলতা_রাঙা পায়ে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
সুখে_দুঃখে ভরা থাকে
মানুষেরই জীবন
ভুলে যাবো যতকিছু
দুঃখকে যে এখন
এক হয়ে যে মিলবো এবার
ফকির মহাজন
ধন্য হবে মাগো তোমার
পূজার আয়োজন
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো, তুমি এলে
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
এসো মা, এসো মা
এসো মা, এসো মা
كلمات أغنية عشوائية
- uncle kracker - the one that got away كلمات أغنية
- west gita - parkinson كلمات أغنية
- wanski - thank god كلمات أغنية
- fraenk - final hours كلمات أغنية
- clara mae - not sad anymore كلمات أغنية
- chance waters - tears for gotham كلمات أغنية
- shrines of dying light - whispers (sadness part 1) كلمات أغنية
- jean roche - st. eustache كلمات أغنية
- halba x foldino - non parlo كلمات أغنية
- mellow (band) - i've seen your lifeline كلمات أغنية