
kumar sanu - anandaloke mangalaloke كلمات أغنية
Loading...
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
ধরণী’পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ধরণী’পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ফুলপল্লব গীতগন্ধ সুন্দর বরনে
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
সত্যসুন্দর
সত্যসুন্দর
كلمات أغنية عشوائية
- bernadette peters - there won't be trumpets كلمات أغنية
- cast of the black suits - spirit song كلمات أغنية
- monrroe - falling apart كلمات أغنية
- bowgiulius - 16 (intro) كلمات أغنية
- the walkabouts - life: the movie كلمات أغنية
- sofia essaïdi - mon amour كلمات أغنية
- crocodiles - all my hate and my hexes are for you كلمات أغنية
- the swellers - ups and downsizing كلمات أغنية
- zeus - greater times on the wayside كلمات أغنية
- malevolence - slithering كلمات أغنية