
kumar bishwajit - ektara bajaiyo كلمات أغنية
শিরোনামঃ একতারা বাজাইও না
গায়কঃ কুমার বিশ্বজিৎ
তোমরা একতারা বাজাইয়ো না
দোতারা বাজাইয়ো না
একতারা বাজাইয়ো না
ঢাক-ঢোল বাজাইয়ো না
গীটার আর বংগ বাজাও রে
ও তোমরা গীটার আর বংগ বাজাও রে
একতারা বাজাইলে মনে পড়ে যায়
আমার একতারা বাজাইলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…
আলতা পড়িও না, তোমরা শাড়ি পড়িও না
আলতা পড়িও না, শাড়ি পড়িও না
প্যান্ট আর ম্যাক্সি পড়রে
তোমরা প্যান্ট আর ম্যাক্সি পড়রে
আলতা শাড়ি পড়িলে মনে পইড়া যায়,
আমার আলতা শাড়ি পড়িলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…
সুপ্ত রাঁধিও না, তোমরা পায়েস রাঁধিও না
সুপ্ত রাঁধিও না, পায়েস রাঁধিও না
মোগলাই আর চাইনিজ রাঁধরে
ও তোমরা চাইনিজ আর মোগলাই রাঁধরে
সুপ্ত পায়েস রাঁধিলে মনে পইড়া যায়,
আমার সুপ্ত পায়েস রাঁধিলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…
জারি গাইও না, বাউল গাইও না
তোমরা কীর্তনী গাইও না, বাউল গাইও না
ডিস্কো আর রকই গাও রে
তোমরা ডিস্কো আর রকই গাও রে
কীর্তন বাউল গাইলে মনে পইড়া যায়
আমার কীর্তন বাউল গাইলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
(full lyrics only on musixmatch. enjoy)
كلمات أغنية عشوائية
- dustbowl revival - mirror كلمات أغنية
- lostrushi - glutgirl66 كلمات أغنية
- blush'ko - moon كلمات أغنية
- tk (fra) - bb bb bb كلمات أغنية
- son of cloud - just a story كلمات أغنية
- $lum tha reaper - ahead of my time كلمات أغنية
- empress insecta - apology كلمات أغنية
- zhakk, balu & michii kash - 2030 كلمات أغنية
- zenek kupatasa - dziękuję كلمات أغنية
- beem! - whoadies in the souf كلمات أغنية