kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kumar bishwajit - ektara bajaiyo كلمات الأغنية

Loading...

শিরোনামঃ একতারা বাজাইও না
গায়কঃ কুমার বিশ্বজিৎ

তোমরা একতারা বাজাইয়ো না
দোতারা বাজাইয়ো না
একতারা বাজাইয়ো না
ঢাক-ঢোল বাজাইয়ো না
গীটার আর বংগ বাজাও রে
ও তোমরা গীটার আর বংগ বাজাও রে

একতারা বাজাইলে মনে পড়ে যায়
আমার একতারা বাজাইলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…

আলতা পড়িও না, তোমরা শাড়ি পড়িও না
আলতা পড়িও না, শাড়ি পড়িও না
প্যান্ট আর ম্যাক্সি পড়রে
তোমরা প্যান্ট আর ম্যাক্সি পড়রে

আলতা শাড়ি পড়িলে মনে পইড়া যায়,
আমার আলতা শাড়ি পড়িলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…

সুপ্ত রাঁধিও না, তোমরা পায়েস রাঁধিও না
সুপ্ত রাঁধিও না, পায়েস রাঁধিও না
মোগলাই আর চাইনিজ রাঁধরে
ও তোমরা চাইনিজ আর মোগলাই রাঁধরে
সুপ্ত পায়েস রাঁধিলে মনে পইড়া যায়,
আমার সুপ্ত পায়েস রাঁধিলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…

জারি গাইও না, বাউল গাইও না
তোমরা কীর্তনী গাইও না, বাউল গাইও না
ডিস্কো আর রকই গাও রে
তোমরা ডিস্কো আর রকই গাও রে
কীর্তন বাউল গাইলে মনে পইড়া যায়
আমার কীর্তন বাউল গাইলে মনে পইড়া যায়

একদিন বাঙ্গালী ছিলাম রে…

(full lyrics only on musixmatch. enjoy)

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...