
krishnokoli islam - bondhu tomar كلمات أغنية
Loading...
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া,
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া।
বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো।
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু মন হলো না আপন।
বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা,
বন্ধু তুমি ওমন করে করে যেও না একা,
বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে,
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি বুক ভাসানোর সুখে।
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু ভাসি নাকো, আকি নাকো স্বপন।
كلمات أغنية عشوائية
- karpa - gazpacho كلمات أغنية
- arturs skutelis un tvērumi - atmosties كلمات أغنية
- tony yayo - get touched in the hood كلمات أغنية
- jamie (제이미) - wish you were gay كلمات أغنية
- k.bhta (grc) - η αυλή (i avli) كلمات أغنية
- giovanni maria nanino - sonno soave كلمات أغنية
- jan pieterszoon sweelinck - beati pauperes كلمات أغنية
- zeļģis [lat] - dejo كلمات أغنية
- mafatih - pokój 303 كلمات أغنية
- грязь (gryaz) - гоп-стоп (gop-stop) كلمات أغنية