koimaach - bus e tram e كلمات الأغنية
বাসে ট্রামে কোনো ছবি নেই তোমার
টিভিতেও তুমি আসো না, না, না
তবু মন ভেঙেচুরে যাচ্ছে রোজ
আমি অপঘাতে দিওয়ানা_না_না
মেঘ হলে লোকে মেঘলা বলে দিন
আমি ভাবি তুমি পড়তে এলে না
নিজেকে লাগছে justin bieber
আর তুমি হয়তো selena
ভেঙেচুরে গেছি আমি
তোতে জুড়ে গেছি আমি
যত ভাবি না, না, না, না
প্রেমে পড়ে গেছি আমি
ভেঙেচুরে গেছি আমি
তোতে জুড়ে গেছি আমি
যত ভাবি না, না, না, না
প্রেমে পড়ে গেছি আমি
মনে_টনে তোকে পড়লে কখনো
জল নেমে_টেমে ঝাপসা হচ্ছে চোখ
কষ্ট লোকে মন খোয়ালেই পায়
তোর_আমার কোনো অন্য গল্প হোক
মেঘ হলে লোকে মেঘলা বলে দিন
আমি ভাবি ঘুম ভাঙলো কিনা তোর
যতখানি তোকে আগলে রাখা দায়
ততখানি আমি বদলে গেছি রোজ
অকারণে হলে ঝগড়া
আমি কি যে বলি তোকে
ফাঁকা হলে চেনা রাস্তা
নে জড়িয়ে আমাকে
আমাদের এই গল্প_টল্প সব
একদিন শুধু সত্যি হয়ে যাক
আমি তোর হয়ে বেঁচে থাকি
আর তুই আমার সবকিছু জুড়ে থাক
মেঘ হলে লোকে মেঘলা বলে দিন
আমি ভাবি ঘুম ভাঙলো কিনা তোর
যতখানি তোকে আগলে রাখা দায়
ততখানি আমি বদলে গেছি রোজ
বাসে ট্রামে কোনো ছবি নেই তোমার
টিভিতেও তুমি আসো না, না, না
তবু মন ভেঙেচুরে যাচ্ছে রোজ
আমি অপঘাতে দিওয়ানা_না_না
মেঘ হলে লোকে মেঘলা বলে দিন
আমি ভাবি তুমি পড়তে এলে না
নিজেকে লাগছে justin bieber
আর তুমি হয়তো selena
كلمات أغنية عشوائية
- pnuk - blackout كلمات الأغنية
- juśtin - zone 6 كلمات الأغنية
- mud factory - self-proclaimed god كلمات الأغنية
- anindya chatterjee - bune bune jai كلمات الأغنية
- litactus - vibe city كلمات الأغنية
- tomas skyldeberg - rue saint-antoine كلمات الأغنية
- c2d - i see ghosts كلمات الأغنية
- nmb48 - 嘘つきマシーン - usotsuki machine (team n) كلمات الأغنية
- marwan pablo - don - دون كلمات الأغنية
- lys assia - er ist so männlich und dabei doch so zart كلمات الأغنية