kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kishore kumar - shing nei tobu naam tar singha كلمات الأغنية

Loading...

শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
শিং নেই তবু নাম তার সিংহ

শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা_হাম্বা, টিক_টিক টিক_টিক
দাও ভাই নাকে এক টিপ নস্যি
খাও তার পরে এক মগ লস্যি
লাগে জুড়ি জুড়ি সুড়সুড়ি
হ্যাঁচ্চো হ্যাঁচ্চো, ছিক_ছিক ছিক_ছিক

শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা_হাম্বা, টিক_টিক টিক_টিক

দুই পায়ে পরে নাগরা
যাও নয় হেঁটে আগ্রা
জামতলা, আমতলা, নিমতলা পথে পাবে
নয় নয় এতো ঠাট্টা
খাও পেট ভরে গাট্টা
কাঁচকলা, কানমলা, খাও তুমি কত খাবে
কাঁচকলা, কানমলা, খাও তুমি কত খাবে
টক_টক_টক_টক্করে টক্কা
আর কতদূরে বোগদাদ মক্কা
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা_হাম্বা, টিক_টিক টিক_টিক
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা_হাম্বা, টিক_টিক টিক_টিক

গোলগাল বিশু নন্দী
দিনরাত আঁটে ফন্দি
ঝুরিঝুরি ভুরিভুরি বড় বড় কথা বলে
তাগড়াই বেঁটে বড়দা
খায় পান, সাথে জর্দা
গুলবাজি, ডিগবাজি, রগবাজি শুধু চলে
গুলবাজি, ডিগবাজি, রগবাজি শুধু চলে

এ বাড়ির খেঁদি চায় ভুরু কুঁচকে
ও বাড়ির খেঁদা হাসে মুখ মুচকে
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা_হাম্বা, টিক_টিক টিক_টিক

শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা_হাম্বা, টিক_টিক টিক_টিক
হাম্বা_হাম্বা, টিক_টিক টিক_টিক
হাম্বা_হাম্বা, টিক_টিক টিক_টিক

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...