
kishore kumar - ogo nirupoma كلمات أغنية
Loading...
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা
হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনোই আমার কাছে
হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনোই আমার কাছে
আমার এ পথ তোমার পথের সাথে
মিলবে না যেন কিছুতেই
মিলবে না যেন কিছুতেই
ওগো নিরুপমা
লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন
ভুলবো না যেন কিছুতেই
ভুলবো না যেন কিছুতেই
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা
كلمات أغنية عشوائية
- dream tröll - time for vengeance كلمات أغنية
- mastamiind - red pill كلمات أغنية
- hulagirl - jungle time كلمات أغنية
- requiem - batai كلمات أغنية
- bené (france) - survet de la juve كلمات أغنية
- christopher - irony كلمات أغنية
- adam ezra group - you speak girl كلمات أغنية
- dearly somber - hey old friend كلمات أغنية
- shawn gist - team كلمات أغنية
- mistress 9 - the cathedral of magic كلمات أغنية