kishore kumar - ogo nirupoma كلمات الأغنية
Loading...
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা
হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনোই আমার কাছে
হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনোই আমার কাছে
আমার এ পথ তোমার পথের সাথে
মিলবে না যেন কিছুতেই
মিলবে না যেন কিছুতেই
ওগো নিরুপমা
লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন
ভুলবো না যেন কিছুতেই
ভুলবো না যেন কিছুতেই
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা
كلمات أغنية عشوائية
- marty friedman - i can't relax كلمات الأغنية
- 99 & wolfkid - toxic كلمات الأغنية
- makenzo houshi - snitch pt 1 كلمات الأغنية
- nattalie blake - can’t help falling in love كلمات الأغنية
- lil reta - 푸른색 파란색 (blue blue) كلمات الأغنية
- khod breaker - carte postale كلمات الأغنية
- balloon - 溺れた雨傘 (oboreta amagasa/drowned umbrella) كلمات الأغنية
- zola blood - the way it's gone كلمات الأغنية
- davin herbrüggen - du und ich in 20 jahren كلمات الأغنية
- chonyatsky & pivnoy cowboy - привет-пока (hi bye) كلمات الأغنية