
kishore kumar - ogo nirupoma lyrics
Loading...
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা
হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনোই আমার কাছে
হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনোই আমার কাছে
আমার এ পথ তোমার পথের সাথে
মিলবে না যেন কিছুতেই
মিলবে না যেন কিছুতেই
ওগো নিরুপমা
লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন
ভুলবো না যেন কিছুতেই
ভুলবো না যেন কিছুতেই
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা
Random Lyrics
- kate voegele - where the sidewalk cracks lyrics
- p o d - freedom fighters lyrics
- p o d - the reasons lyrics
- azure ray - sea of doubts lyrics
- atmosphere - the keys to life vs. 15 minutes of fame lyrics
- jane s addiction - had a dad lyrics
- misfits - return of the fly lyrics
- johnny cash - green, green grass of home lyrics
- azure ray - rise lyrics
- ludo - sara's song lyrics