
kid max - bristy veja akash - male version demo كلمات أغنية
Loading...
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
ভালোবেসেছি তখনই তোমায় যখন দেখেছিলাম প্রথম
কি অপরূপ ঐ ঠোঁটের হাসি, কত মায়া ভরা চোখ দুটি
ভালোবেসেছি তখনই তোমায় যখন দেখেছিলাম প্রথম
কি অপরূপ ঐ ঠোঁটের হাসি, কত মায়া ভরা চোখ দুটি
আমি তোমায় ভালোবাসে ফেলেছি প্রিয়া, ভালোবেসে ফেলেছি তোমায়
তুমি যেনো জাদু জানো জাদু করলে আমাকে
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
كلمات أغنية عشوائية
- aj hernz - larry bird كلمات أغنية
- flores raras - flores pa mi niña كلمات أغنية
- vazzy - lost كلمات أغنية
- sxdboynoah - other mother كلمات أغنية
- separator - walking speed كلمات أغنية
- kca3 - pagtingin كلمات أغنية
- epica - syrnegize كلمات أغنية
- 7teenofficial - handsome devil كلمات أغنية
- likblek - leperkiss كلمات أغنية
- hauntingheart - bad habits (feat. whitewitch) كلمات أغنية