
kid max - bristy veja akash كلمات أغنية
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
ভালোবেসেছি তখনই তোমায় যখন দেখেছিলাম প্রথম
কি অপরূপ ঐ ঠোঁটের হাসি, কত মায়া ভরা চোখ দুটি
ভালোবেসেছি তখনই তোমায় যখন দেখেছিলাম প্রথম
কি অপরূপ ঐ ঠোঁটের হাসি, কত মায়া ভরা চোখ দুটি
আমি তোমায় ভালোবাসে ফেলেছি প্রিয়া, ভালোবেসে ফেলেছি তোমায়
তুমি যেনো জাদু জানো জাদু করলে আমাকে
খুঁজছি শুধু তোমায়, বলোনা তুমি কোথায়
তুমি আছ এই হৃদয়ে, সারাটাক্ষন ডাকি তোমায়
করে নিবে কি তোমার বলো না প্রিয়া আমাকে
ভালোবাসি যে তোমায়, তোমাকেই ভালোবাসব চির জীবন
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
كلمات أغنية عشوائية
- merty shango - sharkfood كلمات أغنية
- unkle - with you in my head (feat. the black angels) كلمات أغنية
- mediumjay - fuck the government كلمات أغنية
- posse mente zulu - nem tudo está perdido كلمات أغنية
- kuraiinu - gurenge (from "demon slayer: kimetsu no yaiba") كلمات أغنية
- akn.owledge - internal reflection (heavy rain) كلمات أغنية
- jack moy & glöden - to sarah كلمات أغنية
- quiet riot - metal health (bang your head) كلمات أغنية
- tyzo bloom - before u go كلمات أغنية
- smiley - get you busy كلمات أغنية