kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

khola chhad unlimited - kheyal ghuri كلمات أغنية

Loading...

verse 1
ঐ স্বপ্নলোকে
কিংবা কেউ দিবালোকে;
যেন হাওয়ায় ভাসে
নিয়ে চির চেনা কোন অনুভূতি।
শুনি দূর নির্জনে
অথবা কেউ সংগোপনে;
যেন কাতর হয়ে
সেই চির চেনা কোন প্রতিধ্বনি।

chorus
বলো কে তুমি?
এখনো আমার অদেখা;
নিরবে আহবান
নিয়ে অশ্রুর জলধারা।।

verse 2
ইশারায় আমন্ত্রন
সহসায় সম্মোহন।।
নিয়ে জোছনার মাখামাখি
রেখে স্বাক্ষী ঐ চাঁদের বুড়ি।
তবু যেন কোথাও আজো
কোন বিচ্ছেদ গভীর।

chorus
বলো কে তুমি?
এখনো আমার অদেখা;
নিরবে আহবান
নিয়ে অশ্রুর জলধারা।।
verse 3
রেখে এ শরীর
আমি হয়ে কোন হাওয়া;
ছুঁটে বেড়ায় দূর প্রাচীন
যেন খোঁজে কোন ছায়া।।
যেখানে একদিন জেগে চাঁদ নিয়ে জাদি
নিয়ে কোন পাহাড় চূড়া;
যেখানে সেদিন উড়ে ফানুস নিয়ে তারা
নিয়ে আলোর কি! গভীর মায়া।

verse 4
হয়তো সেখানে গড়েছি
সেখানেই ছিড়েছি।।
সেদিন কোন বাঁধন
যা আজো অজানা।
চোখের এই নরম ঘাসে
জমছে তাই শিশির কনা।

chorus
বলো কে তুমি?
এখনো আমার অদেখা;
নিরবে আহবান
নিয়ে অশ্রুর জলধারা।।

verse 5
ভাবনার ঐ আকাশ জুড়ে
উড়ে বেড়ায় কত খেয়াল ঘুঁড়ি
চিরসত্য যেন আঁধারে ঘুমিয়ে
শুধু জেগে ঐ চাঁদের বুড়ি।
নয়তো এ হৃদয় ডুবে যেন
আজো একাকীত্বের শোকে
খুঁজে বেড়ায় কোন প্রিয় মুখ
যে ছিল একদিন… পূর্ণতা হয়ে…।
chorus (final)
বলো কে তুমি?
এখনো আমার অদেখা;
নিরবে আহবান
নিয়ে অশ্রুর জলধারা।।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...