kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

khola chhad unlimited - gormila كلمات أغنية

Loading...

verse 1

এসব প্রে_ম প্রে_ম ভাল_বাসা
ধী_রে ধী_রে কাছে অাসা
তার চেয়ে ঢের ভাল
একা একা দেশ ভ্রমনে।

chorus

দুর ছাই !! সবি গরমিলে…।

verse 2

চুপি চুপি হৃদয়ের কথন
চুপি চুপি হয় আবেগের ক্ষরন।
এরপর স্বপ্নের.. জাল বুনা
তারপর কারো.. হাল ছাড়া।

chorus

দুর ছাই !! সবি গরমিলে…।

verse 3

অবশেষে কেউ আসক্ত
হয়ে পড়ে ঐ মাদকে।
পরিশেষে কেউ পরিনত
হয়ে উঠে এক ঘাতকে।
কেউবা আবার দেয়…
বিসর্জন নিজেকে, নিরবে…।।
chorus

দুর ছাই !! সবি গরমিলে…।

verse 4

শুনেছি ঐ হিমালয়ে
রাখে কান্না জমিয়ে।
শুনেছি ঐ মেঘালয়ে
রাখে শহর লুকিয়ে।
শুনেছি ঐ মরুর দেশে….
ক্লান্ত পথিক হারায় তৃষ্ণার্ত হয়ে…।।

chorus

দুর ছাই !! সবি গরমিলে…।

verse 5

আমিওতো, চাইছি তেমন
যেন সব কিছু ভূলে হারাতে।
অনেক ক্লান্ত, হৃদয় আজ
এই শহরের আঁকা বাঁকা গলিতে।
যাব আমি একা আজ
কোন দূর দেশের দূর নির্জনে…।।
chorus (final)

দুর ছাই !! সবি গরমিলে…।

verse 6 (optional outro)

এসব প্রে_ম প্রে_ম ভাল_বাসা
ধী_রে ধী_রে কাছে অাসা
তার চেয়ে ঢের ভাল
একা একা দেশ ভ্রমনে।।

chorus (outro)

দুর ছাই !! সবি গরমিলে…।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...