kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

khalid - kono karonei كلمات الأغنية

Loading...

কোন কারনে কোন কারনেই
ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলোনা কিছুতেই

সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই
কি কারন যায় নি সে বলে
কি ভুল আমি করেছি ভুলে
অজস্রবার আমি ক্ষমা চেয়েছি নিজে জ্বলে
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই
নিঃসীম আঁধারে পথ চলা
নিজের সাথেই কথা বলা
বিষন্নতা বন্ধু যখন চেতনাতে
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...