kazi krishnakoli islam - jao pakhi bolo tare كلمات الأغنية
Loading...
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
বুকের ভেতর নোনা ব্যথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা
বুকের ভেতর নোনা ব্যথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা
যাও পাখি, যারে উড়ে
তারে কয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
كلمات أغنية عشوائية
- drippy baller - aint gonna quit كلمات الأغنية
- splintered throne - night of the heathens كلمات الأغنية
- lepers - slowdown كلمات الأغنية
- zetaman - throwitintheair!?!?!? كلمات الأغنية
- brian free & assurance - so we could become like him كلمات الأغنية
- fr. ricky manalo csp - psalm 126: fifth sunday of lent (c) كلمات الأغنية
- faitheron - унисон (unison) كلمات الأغنية
- tech n9ne, zkeircrow, phlaque the grimstress - wanna see me fall كلمات الأغنية
- bae delar - mini lic. ix (masterclass) كلمات الأغنية
- sqty - highlife كلمات الأغنية