
kazi krishnakoli islam - jao pakhi bolo tare كلمات أغنية
Loading...
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
বুকের ভেতর নোনা ব্যথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা
বুকের ভেতর নোনা ব্যথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা
যাও পাখি, যারে উড়ে
তারে কয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
كلمات أغنية عشوائية
- brayden, patrick vel - bobo كلمات أغنية
- kokobean - curiøusity. كلمات أغنية
- awesomoff. - какая жалость (what a pity) كلمات أغنية
- marbie - my night كلمات أغنية
- hellripper - mester stoor worm كلمات أغنية
- fenne lily - dawncoloured horse كلمات أغنية
- lenoy barkai - chemical emily كلمات أغنية
- palmy (pl) - miasto śmieci كلمات أغنية
- mowgli morris - will smith كلمات أغنية
- pirlo - brillo كلمات أغنية