kazi krishnakoli islam - jao pakhi bolo tare كلمات الأغنية
Loading...
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
বুকের ভেতর নোনা ব্যথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা
বুকের ভেতর নোনা ব্যথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা
যাও পাখি, যারে উড়ে
তারে কয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে
كلمات أغنية عشوائية
- blake shelton - just south of heaven كلمات الأغنية
- blake shelton - bringing back the sunshine كلمات الأغنية
- blake shelton - just gettin' started كلمات الأغنية
- blake shelton - a girl كلمات الأغنية
- ne yo - ameture كلمات الأغنية
- shym - on se fout de nous كلمات الأغنية
- t i - what you gone do about it كلمات الأغنية
- forch fabalon - what u doing كلمات الأغنية
- julie anne san jose - ko makikita maging may كلمات الأغنية
- mary j blige - therapy كلمات الأغنية