kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kawsar dxo - vinno chehara كلمات الأغنية

Loading...

ভিন্ন চেহারা
ভিন্ন জায়গা
এদের মাঝে আমি ভিন্ন মানুষ
ভিন্ন চিন্তা
ভিন্ন কর্ম
এদের মাঝে এদের বন্ধ শব্দ

আরে নিজের গড়া নিজের তার সপ্ন
আর গলা কেটে পূরণ তার গল্প
তা নিয়ে সমাজের দন্দ
আরে,সমাজেরই তো এই কর্ম
মুখুশের পিছে থাকা শয়তান
সামনেতে,বলো বাবা কার কি দরকার
প্রয়োজন ফুস
আর
ঠুস করে গুলি
ক্রসফায়ারের ভুল
সব শেষ
আমি সন্ত্রাসী, বোমাবাজি,চাদাবাজি
সব কেস রেডি।
আমার নামে হানাহানি,পরিবার টানাটানি
২ দিন লাফালাফি,লোকে জানাজানি
হঠাৎ করে সব শেষ।
আর কবরেতে পচে মরা লাশটাও শেষ

যেই হাতে সালাম,সেই হাতের মধ্যাংগুল
সামনেতে ভাই,মারো পিছনেতে ছুড়ি
বোকা মানুষের মত শুধু তাকিয়ে,বেচে আছি।
তোমার কাছে শুকরিয়া এতেই।

আমি পাই না তো
তাও আমি চাই না তো
মৌলিক ৫ টা অধিকার?
আমি চাই না তো।
খাদ্য?
সেটাতো কামাই,আমি চাই না তো।
ক্ষমতা চায় কে? আমি চাই না তো।
নিজের টাকার টেক্স
আমার নিজের টাকার ফোন।
কেনো আমার টাকা দিয়ে কিনবে মন্ত্রী ফোন?
ঘুরবে,এলাকাতে দিতে আসবে প্রতিশ্রুতি।
লাখ টাকার গাড়ি,আমার নিজের নাই বাড়ি।
আমার গলা কাটা লাশ।
কাটবে সামনের বাড়ি
পাশের বাড়ি হাসবে।
কারণ তারাই দায়ী।
কে জানবে এসব নিত্যদিন।
ভুলে যায় ঘটনা প্রতিদিন।

হিংস্র পশু চারপাশে
ভালো চায়টা কে?
ভালো নিজেরটা আগে, ও ভাই আপনি কে?
আরে সুযোগ বুঝে কোপ
এরা আধ্যাত্মিক।
দিনভর ভাবাভাবি শুধু হবে এদের কথা।
কে আবার ভাববে কি?
এসব আসা যাওয়া।
আর বাল ফালানি সব কথাবার্তা
কারণ ভিন্ন জগতে নিয়ে ভিন্ন চেহারা।
ভিন্ন এরা,ভিন্ন মাত্রা

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...