
kavita krishnamurthy - chhinno patar كلمات أغنية
ছিন্ন পাতার সাজাই তরণী,
একা একা করি খেলা –
আন্মনা যেন দিক্বালিকার
আন্মনা যেন দিক্বালিকার
ভাসানো মেঘের ভেলা ॥
ছিন্ন পাতার সাজাই তরণী,
একা একা করি খেলা –
যেমন হেলায় অলস ছন্দে
কোন্ খেয়ালির কোন্ আনন্দে
যেমন হেলায় অলস ছন্দে
কোন্ খেয়ালির কোন্ আনন্দে
সকালে-ধরানো আমের মুকুল ঝরানো বিকালবেলা ॥
ছিন্ন পাতার সাজাই তরণী,
একা একা করি খেলা –
যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে,
তার হাতে দিই আমার ছন্দ – কোথা যায় কে জানে সে ।
যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে,
তার হাতে দিই আমার ছন্দ – কোথা যায় কে জানে সে ।
লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলই হারায়,
জেনো জেনো
লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলই হারায়,
জেনো জেনো
চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা ॥
ছিন্ন পাতার সাজাই তরণী,
একা একা করি খেলা –
আন্মনা যেন দিক্বালিকার
আন্মনা যেন দিক্বালিকার
ভাসানো মেঘের ভেলা ॥
ছিন্ন পাতার সাজাই তরণী,
একা একা করি খেলা –
كلمات أغنية عشوائية
- joy of cooking - let love carry you along كلمات أغنية
- satti slayed & ян стамп (jan stamp) - я болен (im sick) كلمات أغنية
- pink floyd - echoes - part 1 - edit (live at pompeii - mcmlxxii - 2025 mix) كلمات أغنية
- l.s. - jvend كلمات أغنية
- hannah geller - waves كلمات أغنية
- viagra boys - pyramid of health كلمات أغنية
- r3st4g - słucham lil peepa i myślę o śmierci... كلمات أغنية
- gavintino - sisyphus bean - r.i.p. jake (fuck you norb) كلمات أغنية
- woskphantom - forget كلمات أغنية
- ksenon & neosta - ballerina cappuccino كلمات أغنية