
karnival - sheishob din raatri كلمات أغنية
Loading...
sheishob din raatri _ lyrics
সেই সব দিন রাত্রি
কথা _ তিনু রশিদ।
অলস চেতনা বিপরীতে চেয়ে আছে
নীরবে ছুটে চলা
মনে পরে সেই সময়
সেই সময়
কেঁদে ওঠে
কেঁদে ওঠে
কেঁদে ওঠে
নিরবে ছুটে চলা
নত মুখে ভেজা চোখে
মনে পরে সেই আলিঙ্গন
কেঁদে ওঠে একরাশ ঢেউয়ের আকুতি
কেঁদে ওঠে
কেঁদে ওঠে
কেঁদে ওঠে
ভুল সবই ভুল
সবই ভুল
সবই ভুল
কেনো!
কেনো!
দূরে
এই অসময়ে
কেনো!
কেনো!
كلمات أغنية عشوائية
- nmw (en) - choices كلمات أغنية
- eiffel 65 - blue (da ba dee) - dj ponte ice pop radio كلمات أغنية
- peter hollens - misty mountains (a cappella) كلمات أغنية
- bodak - why you so rez كلمات أغنية
- the herd - unpredictable كلمات أغنية
- danny alvarado - dat new "new' كلمات أغنية
- marmozets - skin كلمات أغنية
- ween - wayne's pet youngin' كلمات أغنية
- bob schneider - ass knocker كلمات أغنية
- bloody jay - nothing but some pain كلمات أغنية