karnival - durey كلمات الأغنية
Loading...
[intro]
আজও আমি পথে
ক্লান্ত এ পথে হেঁটে চলি আমি একা
আলোর এ উৎসবে
[chorus]
তুমি আজও দূরে
দূরে বহু দূরে
নির্জন একা নিস্তব্ধ এ
আঁধারে দাঁড়িয়ে দেখছো
স্মৃতির আলো_ছায়া
[post_chorus]
তুমি ধূসর এ আঁধারে এ আঁধারে
কান্নাসিক্ত স্মৃতির বুকে
শব্দহীন এ সৈকতে
হেঁটে চলি আমি একা
অবচেতন মনে
[chorus]
তুমি আজও দূরে
দূরে বহু দূরে
নির্জন একা নিস্তব্ধ এ
আঁধারে দাঁড়িয়ে দেখছো
স্মৃতির আলো_ছায়া
[post_chorus]
তুমি ধূসর এ আঁধারে
এ আঁধারে
[guitar solo]
[chorus]
তুমি আজও দূরে
আজও দূরে
তুমি আজও দূরে
আজও দূরে
আজও দূরে
দূরে
كلمات أغنية عشوائية
- crabb family - rahab كلمات الأغنية
- claw boys claw - sugarlite blonde كلمات الأغنية
- chris cendana - on a high (running) كلمات الأغنية
- cory morrow - always and forever كلمات الأغنية
- blind witness - the easiest way كلمات الأغنية
- cirith gorgor - into a nightly silence كلمات الأغنية
- cheeky girls - snoopy كلمات الأغنية
- catie curtis - gave me love كلمات الأغنية
- chickenfoot - learning to fall كلمات الأغنية
- cool kids - knocked down كلمات الأغنية