
karnival - durey كلمات أغنية
Loading...
[intro]
আজও আমি পথে
ক্লান্ত এ পথে হেঁটে চলি আমি একা
আলোর এ উৎসবে
[chorus]
তুমি আজও দূরে
দূরে বহু দূরে
নির্জন একা নিস্তব্ধ এ
আঁধারে দাঁড়িয়ে দেখছো
স্মৃতির আলো_ছায়া
[post_chorus]
তুমি ধূসর এ আঁধারে এ আঁধারে
কান্নাসিক্ত স্মৃতির বুকে
শব্দহীন এ সৈকতে
হেঁটে চলি আমি একা
অবচেতন মনে
[chorus]
তুমি আজও দূরে
দূরে বহু দূরে
নির্জন একা নিস্তব্ধ এ
আঁধারে দাঁড়িয়ে দেখছো
স্মৃতির আলো_ছায়া
[post_chorus]
তুমি ধূসর এ আঁধারে
এ আঁধারে
[guitar solo]
[chorus]
তুমি আজও দূরে
আজও দূরে
তুমি আজও দূরে
আজও দূরে
আজও দূরে
দূরে
كلمات أغنية عشوائية
- mihimaru gt - theme of mihimalive3 كلمات أغنية
- ahelghanai - highway 95 (bonus track) كلمات أغنية
- chamomile - friend كلمات أغنية
- joe turone - what love looks like كلمات أغنية
- jerry vale - the first thing ev'ry morning (and the last thing ev'ry night) كلمات أغنية
- emil m. h. - city dreams كلمات أغنية
- usmanop - seo - improve your web site ranking with content marketing كلمات أغنية
- scudi 9 - down كلمات أغنية
- phixel - off guard كلمات أغنية
- grupo hacendado - shooter jay كلمات أغنية