karnival - bhabnaar nil akash كلمات الأغنية
Loading...
[verse 1]
ভাবনার ঊর্ধ্ব ঘরে
একা বসে আমি
স্বপ্নকে ভাবি তুমি
দৃশ্যকে ভাবি পৃথিবী
[chorus]
ভেসে গেছে আমার হৃদয়
ভিজে সময় তার আঁধারে
দূরে বহু দূরে ভেসে থাকা
নীল আকাশে
[verse 2]
সৃষ্টি হবে আজ আবার অন্ধকারের মাঝে (অন্ধকারের মাঝে)
আলোর নিচে বসে ভাবনারই মাঝে (ভাবনারই মাঝে)
[chorus]
ভেসে গেছে আমার হৃদয়
ভিজে সময় তার আঁধারে
দূরে বহু দূরে ভেসে থাকা
নীল আকাশে
كلمات أغنية عشوائية
- habana abierta - asere, ¿qué volá? كلمات الأغنية
- kollegah - freestyle aus #bosslife كلمات الأغنية
- antologia polskiego rapu - analogia - daję rytm كلمات الأغنية
- daedrico - plateau كلمات الأغنية
- dave matthews band - big eyed fish - live from folsom field كلمات الأغنية
- geto boys - we can't be stopped كلمات الأغنية
- carola - nära dig كلمات الأغنية
- camela - eso del amor كلمات الأغنية
- paraziții - categoria grea (feat. aliosha) كلمات الأغنية
- juan gabriel - te busco, te extraño كلمات الأغنية