
karnival - attotshorgao lyrics
Loading...
স্বর্গ চাই না,নামবো নরকে
থাকুক জগৎ তোমার সেতুতে
থাকবো আমি রক্তক্ষরণে
দীপ্ত চোখে
নির্বাসিত
প্রাণহীন এ জগৎ
মরচে পরা এ কাব্যগ্রন্থে
স্পর্শ করবো, পাঁথরের মন্ত্রে
শব্দের ভিরে সাদা কালো ছকে
তীব্র স্রোতে বীভৎস নিত্তে
দীপ্ত চোখে
নির্বাসিত
প্রাণহীন এ জগৎ
মরচে পরা এ কাব্যগ্রন্থে
_solo_
_outro_
Random Lyrics
- xavi (mx) - si tu no estás aquí lyrics
- ótvar pestis - rekviem lyrics
- yu hyeon gon (유현곤) - 언덕 (song of the hill) lyrics
- guardsman - catching up lyrics
- choi seong (최성) - orion lyrics
- shen b - rubina lyrics
- çağrı sinci & farazi - sağlam lyrics
- morne - porte lyrics
- rã - gugulândia lyrics
- kareem kalokoh - never crash lyrics