
karnival - amar shotto كلمات أغنية
Loading...
[verse 1]
তোমার স্পর্শে এ স্বপ্ন
সত্যের পথে এগিয়ে যাচ্ছে
তোমার স্মৃতি আমায় দিচ্ছে
আমার সত্য
[chorus]
আমি বেঁচে আছি, তোমার স্পর্শে
তুমি আমার সত্য
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
[instrumental break]
[verse 2]
জানালার ফাঁকে স্বচ্ছ এ আকাশ
তারাগুলো মুচকি হাসছে
মিষ্টি বাতাসে নাড়া দিচ্ছে হৃদয়
আজ আবার
[chorus]
আমি বেঁচে আছি তোমার স্পর্শে
তুমি আমার সত্য
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
[guitar solo]
[chorus]
আমি বেঁচে আছি তোমার স্পর্শে (স্পর্শে)
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
ও তুমি আমার
كلمات أغنية عشوائية
- levy - rood كلمات أغنية
- creatures (band) - illusive faults كلمات أغنية
- ryan gratzer - why do i want you كلمات أغنية
- hamza loun - msa7oum كلمات أغنية
- the outcome - girl (acoustic) كلمات أغنية
- marcus the messiah - virtue كلمات أغنية
- alon (russia) - ещё не падал (still didn't fall) كلمات أغنية
- rasdore - crew كلمات أغنية
- rasmus seebach - bli' her lidt endnu كلمات أغنية
- jabo - на мне (on me) كلمات أغنية