kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kapembwa kantalamba - sekeleni كلمات أغنية

Loading...

নীল ধোঁয়া উড়ে যায়, সাদা দেয়ালের গায়
তার ছায়া ভেসে যায় এখনো
সাদা মেঘ উড়ে যায়, নীল আকাশের পানে চেয়ে

আমি ভাবতে পারিনি তোমাকে।
জোছনা মিশে যায়, আঁধারের ইশারায়
প্রার্থনা খুজে যায় আলোকে
স্বপ্নেরা মুছে যায়, পরাজয়ের গান গেয়ে
আমি ভাবতে পারিনি তোমাকে
সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে
স্মৃতির বুকে কান্না নিয়ে সপ্ন দেখে যায় নীরবে

হারানো সে ক্ষণ গুলো জানি ফিরে আসে বারেবার
সাদাকালো আর নীলের মাঝে মিশে থাকে হাহাকার
সইতে পারেনা মেঘ তাই বৃষ্টি হয়ে ঝড়ে
মেঘেদের কান্নাতে নীলাকাশের পানে চেয়ে
আমি ভাবতে পারিনি তোমাকে
সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে
স্মৃতির বুকে কান্না নিয়ে সপ্ন দেখে যায় নীরবে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...