
kapembwa kantalamba - sekeleni كلمات أغنية
Loading...
নীল ধোঁয়া উড়ে যায়, সাদা দেয়ালের গায়
তার ছায়া ভেসে যায় এখনো
সাদা মেঘ উড়ে যায়, নীল আকাশের পানে চেয়ে
আমি ভাবতে পারিনি তোমাকে।
জোছনা মিশে যায়, আঁধারের ইশারায়
প্রার্থনা খুজে যায় আলোকে
স্বপ্নেরা মুছে যায়, পরাজয়ের গান গেয়ে
আমি ভাবতে পারিনি তোমাকে
সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে
স্মৃতির বুকে কান্না নিয়ে সপ্ন দেখে যায় নীরবে
হারানো সে ক্ষণ গুলো জানি ফিরে আসে বারেবার
সাদাকালো আর নীলের মাঝে মিশে থাকে হাহাকার
সইতে পারেনা মেঘ তাই বৃষ্টি হয়ে ঝড়ে
মেঘেদের কান্নাতে নীলাকাশের পানে চেয়ে
আমি ভাবতে পারিনি তোমাকে
সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে
স্মৃতির বুকে কান্না নিয়ে সপ্ন দেখে যায় নীরবে
كلمات أغنية عشوائية
- the nebulas - more than mystified كلمات أغنية
- 和楽器バンド (wagakkiband) - 東風破 (kochi yabu) -japanese ver.- كلمات أغنية
- shittyoldshirt - ígneo / crisis كلمات أغنية
- mblaq - 버린다 (throw away) كلمات أغنية
- audie b - the hustle كلمات أغنية
- rosalía - la kilié كلمات أغنية
- sentino - superhero كلمات أغنية
- nelly furtado - say it right (remix) كلمات أغنية
- 187 saint - forget you كلمات أغنية
- cameron scott watson - astral bliss كلمات أغنية