kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kaniz khandaker mitu - shob lokey koy كلمات الأغنية

Loading...

কেউ মালা, কেউ তসবিহ্ গলে
তাই তে কি জাত ভিন্ন বলে?
কেউ মালা, কেউ তসবিহ্ গলে
তাই তে কি জাত ভিন্ন বলে?
যাওয়া কিংবা আসার বেলায়
যাওয়া কিংবা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কারে
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?

লালন বলে, জাতের কী রুপ
লালন বলে, জাতের কী রুপ
দেখলাম না এই নজরে
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?

कबीरा, कबीरा, कुआँ एक है…
कबीरा, कुआँ एक है और पानी भरे अनेक
भांडे में ही भेद है…
अरे, भांडे में ही भेद है और पानी सब में एक
अरे, पानी सब में एक…
জগৎ জুড়ে জাতের কথা
লোকে গল্প করে যথা তথা
জগৎ জুড়ে জাতের কথা
লোকে গল্প করে যথা তথা
লালন বলে, জাতের ফাতা
লালন বলে, লালন বলে…
লালন বলে, জাতের ফাতা
বিকিয়েছি সাধবাজারে
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?

লালন বলে, জাতের কী রুপ
লালন বলে, জাতের কী রুপ
দেখলাম না এই নজরে
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?
সব লোকে কয়
লালন কি জাত সংসারে?

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...