![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
kanak chapa - dukkho amar bashor raater كلمات الأغنية
দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
((মিউজিক আপলোড শহিদুল ইসলাম))
দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক
নিন্দা আমার প্রেম উপহার।
নিন্দা আমার প্রেম উপহার।
সাত নদী হার কলঙ্ক।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
শাষণ বেড়ী, দুই পায়ে মল পড়েছি
আর আপবাদে কালি আছে
দুই চোখে তাই পড়েছি।
শাষণ বেড়ী দুই পায়ে মল পড়েছি
আর আপবাদে কালি আছে
দুই চোখে তাই পড়েছি।
মরমের আগুন এখন দ্বিগুন আমার।
মরমের আগুন এখন দ্বিগুন আমার।
দিবস রাতি নিঃসঙ্গ।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
সুখের সাথে ঘর করা তাই হল না
এই বুকে থাকা কাঁটাটাকে
পর করা তাই হল না।
সুখের সাথে ঘর করা তাই হল না
এই বুকে থাকা কাঁটাটাকে
পর করা তাই হল না।
কপালের লিখন এখন বসন হয়ে
কপালের লিখন এখন বসন হয়ে
জড়িয়ে আছে অঙ্গ।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
নিন্দা আমার প্রেম উপহার।
নিন্দা আমার প্রেম উপহার।
সাত নদী হার কলঙ্ক।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
كلمات أغنية عشوائية
- waffo - pas la fête كلمات الأغنية
- manny maurizio - the campaign i breathe كلمات الأغنية
- boy v - hide n seek كلمات الأغنية
- killing joke - democracy (album mix) كلمات الأغنية
- rnb bay boy - she never been loved كلمات الأغنية
- leona lewis - bleeding love (2008 remix) كلمات الأغنية
- antemas - on the earth كلمات الأغنية
- zoya - if i had a daughter كلمات الأغنية
- mr kyle - saddle sore كلمات الأغنية
- kiryano - vetements كلمات الأغنية