kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kabir001 & shibu (bd) - bhuliye dao كلمات أغنية

Loading...

[pre_chorus]
যেদিন আর আমি আসবো না
তোমায় আর ভালবাসবো না
নতুন এক ছেলের সাথে থেকো তুমি মনের সুখে

[chorus]
ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও
পুরনো স্মৃতি সব ভুলিয়ে দাও
যত যা ছিলো সব ভুলিয়ে দাও
socials থেকে সব ভুলিয়ে দাও
ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও
পুরনো স্মৃতি সব ভুলিয়ে দাও
যত যা ছিলো সব ভুলিয়ে দাও
socials থেকে সব ভুলিয়ে দাও

[verse]
খারাপ এই কাজগুলি সহজেই পারো
সহজেই ভুলগুলা ঢেকে দিতে পারো
জানি না, জানি না কিভাবে এ মনটাকে পাথর করে
বেপরওয়া সব আচরণ
আমারই সাথে কেন?
আমি থাকি আমার মতো
আমি থাকি আমার মতো

[pre_chorus]
যেদিন আর আমি আসবো না
তোমায় আর ভালবাসবো না
নতুন এক ছেলের সাথে থেকো তুমি মনের সুখে
যেদিন আর আমি আসবো না
তোমায় আর ভালবাসবো না
নতুন এক ছেলের সাথে থেকো তুমি মনের সুখে
[chorus]
ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও
পুরনো সৃতি সব ভুলিয়ে দাও
যত যা ছিলো সব ভুলিয়ে দাও
socials থেকে সব ভুলিয়ে দাও
ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও
পুরনো সৃতি সব ভুলিয়ে দাও
যত যা ছিলো সব ভুলিয়ে দাও
socials থেকে সব ভুলিয়ে দাও

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...