
kabir suman - tui heshe uthlei كلمات أغنية
Loading...
তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়
আলোর মুকুটখানা তোকেই পরাতে চাই
তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়
আলোর মুকুটখানা তোকেই পরাতে চাই
তুই হাততালি দিলে জাকির হোসেন
তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন
তুই নেচে উঠলেই ছন্দের ছুটি
ছান্দসিকেরা হাল ছাড়ে মোটামুটি
তুই গেয়ে উঠলেই ভেঙে খানখান
কপট ভণ্ড যত পরিচিত গান
তুই কথা বললেই সন্ধি_সমাস
ব্যাকরণ থেকে ছুটি চায় তিন মাস
তোর মুখ ভার হলে বিষাদজনিত
কারণে নিশানগুলো অর্ধনমিত
তোর মুখ ভার হলে বিষাদজনিত
কারণে নিশানগুলো অর্ধনমিত
পরে ফের তুই ফিক করে হেসে দিলে
নিশানের হাততালি আকাশের নীলে
তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়
আলোর মুকুটখানা তোকেই পরাতে চাই
তুই হাততালি দিলে জাকির হোসেন
তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন
كلمات أغنية عشوائية
- pax the humanoid - love rocks كلمات أغنية
- shakka - you know [lost tape 0001] كلمات أغنية
- asimov - shawty suicide كلمات أغنية
- hollywood (uk) - wide awake كلمات أغنية
- bigbalth - on vit hein كلمات أغنية
- fred the godson - getting money pt. ii كلمات أغنية
- aka figueroa - terapia كلمات أغنية
- brandon echavarria - declara liberación كلمات أغنية
- ludmilla - cheiro bom do seu cabelo كلمات أغنية
- grant and price tag - everybody hates reece (freestyle) كلمات أغنية