
kabir suman - jodi bhabo kincho amaay كلمات أغنية
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
কেনা যায় কণ্ঠ আমার দফা দফা
রুজি_রোজগারের জন্য করছি রফা
দু’হাতের আঙুলগুলো কিনতে পারো
আপসেও নেই আপত্তি, নেই আমারও
আমাকে না, আমার আপস কিনছো তুমি
আমাকে না, আমার আপস কিনছো তুমি
বলো কে জিতলো তবে জন্মভূমি, জন্মভূমি?
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
টাকাতেই চলছে সবার পাকস্থলী
কেনা আর বেচা নিয়ে গেরস্থালি
নি_পা_গা_রে রবীন্দ্রনাথ তেরে_কেটে
বাজারের খাবার হয়েই ঢুকছে পেটে
প্রতিবাদী কণ্ঠগুলো টাকার ব্যাপার
প্রতিবাদ করতে গেলেও খাবার_দাবার
সে তুমি শ্রমিক কিংবা তা_ধিন_ধি_না
পেটে চাই খাবার, নয়তো দিন চলে না, দিন চলে না
যদি ভাবো খাচ্ছো আমায়, ভুল ভেবেছো
যদি ভাবো খাচ্ছো আমায়, ভুল ভেবেছো
খাওয়া যায় কণ্ঠ আমার দফা দফা
বদহজম হলেই কিন্তু দফারফা
দু’হাতের আঙুলগুলো খেতেও পারো
আপসেও নেই আপত্তি, নেই আমারও
আমাকে না, আমার আপস খাচ্ছো তুমি
আমাকে না, আমার আপস খাচ্ছো তুমি
বলো কে জিতলো তবে জন্মভূমি, জন্মভূমি?
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
কেউ বেচে তার মেহনত, হাতের পেশী
কেউ বেচে চুলের বাহার, এলোকেশী
কেউ বেচে প্রবন্ধ কোন পত্রিকাতে
আমি বেচি আমার কণ্ঠ তোমার হাতে
বেচি আমি আমার পদ্য, সুরের ভাষা
বিরক্তি, ঘেন্না এবং ভালোবাসা
আশাটাও পণ্য এখন বাজারদরে
বিকোতে পারলে টাকা আসবে ঘরে, আসবে ঘরে
বেচি দিন পাল্টে দেবার গানের জবান
বেচি দিন পাল্টে দেবার গানের জবান
কোনোদিন হয়তো অন্য আর কোনো গান
টাকাডুম টাকডুমাডুম নিয়ম ছেড়ে
টাকাডুম টাকডুমাডুম নিয়ম ছেড়ে
মানুষের জন্যে সুদিন আনবে কেড়ে, আনবে কেড়ে
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
كلمات أغنية عشوائية
- mc eiht - we get it كلمات أغنية
- smino - trina كلمات أغنية
- tahiti 80 - your love shines كلمات أغنية
- riblja čorba - gnjilane كلمات أغنية
- the aston shuffle - no place like home كلمات أغنية
- black fire - common ground feat. cyril neville and matt lavelle كلمات أغنية
- teapacks - טיפקס - ve'ata - ואתה كلمات أغنية
- epic rap batles - chills (top15s) vs zak bagans - rap battle كلمات أغنية
- buck 65 - riverbed 4 كلمات أغنية
- abschlach! - freunde كلمات أغنية