kabir suman - jodi bhabo kinchho amay كلمات الأغنية
যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ
কেনা যায় কণ্ঠ আমার দফা দফা
রুজি-রোজগারের জন্য করছি রফা
দুহাতের আঙুলগুলো কিনতে পারো
আপোসেও নেই আপত্তি, নেই আমারও
আমাকে না আমার আপোস কিনছো তুমি
বল কে জিতল তবে, জন্মভূমি, জন্মভূমি
টাকাতেই চলছে সবার পাকস্থলী
কেনা আর বেচা নিয়েই গেরস্থালি
নীপাঘারে রবীন্দ্রনাথ তেড়ে কেঁটে
বাজারের খাবার হয়ে ঢুকছে পেটে
প্রতিবাদী কণ্ঠগুলো টাকার ব্যাপার
প্রতিবাদ করতে গেলেও খাবার দাবার
সে তুমি শ্রমিক কিংবা তা ধিন ধিনা
পেটে চায় খাবার, নয়তো দিন চলে না
যদি ভাবো খাচ্ছো আমার ভুল ভেবেছ
খাওয়া যায় কণ্ঠ আমার দফা দফা
বদহজম হলেই কিন্তু দফা রফা
দুহাতের আঙুলগুলো খেতেও পারও
আপোসেও নেই আপত্তি, নেই আমারও
আমাকে না আমার আপোস খাচ্ছো তুমি
বল কে জিতল তবে, জন্মভূমি, জন্মভূমি
কেউ বেচে তার মেহনত, হাতের পেশী
কেউ বেচে চুলের বাহার এলোকেশী
কেউ বেচে প্রবন্ধ কোনো পত্রিকাতে
আমি বেচি আমার কণ্ঠ তোমার হাতে
বেচি আমি আমার পদ্য, সুরের ভাষা
বিরক্তি, ঘেন্না এবং ভালোবাসা
আশাটাও পণ্য এখন, বাজার দরে
বিকোতে পারলে টাকা আসবে ঘরে আসবে ঘরে
বেচি দিন পালটে দেওয়ার গানের জবান
কোনোদিন হয়তো অন্য আর কোনো গান
‘টাকাডুম টাকডুমাডুম’ নিয়ম ছেড়ে
মানুষের জন্য সুদিন আনবে কেঁড়ে আনবে কেঁড়ে।
كلمات أغنية عشوائية
- jj lawhorn - you don't know me very well كلمات الأغنية
- auralnauts - freestyle bane كلمات الأغنية
- bianca atzei - la gelosia (new version) كلمات الأغنية
- los socios del ritmo - llorar كلمات الأغنية
- skyhigh (user artist) - kim k. booty song pt. 1 كلمات الأغنية
- rohff - l'oseille كلمات الأغنية
- aziz - 1992: fakin the funk كلمات الأغنية
- sour gang - down the way كلمات الأغنية
- huey mack - young love كلمات الأغنية
- wes krave - forever كلمات الأغنية