kabir suman - janlar kanche كلمات الأغنية
Loading...
জানলার কাঁচে বাতাস ধাক্কা দিচ্ছে
হন্যে বাতাস পাল্টে দেবার ইচ্ছে
বলছে বাতাস, আয় রে, পাল্টে আয়
দেখতে দেখতে সবই পাল্টে যায়
পাল্টায় মন, পাল্টায় চারপাশ
রাস্তায় আসে নতুন রুটের বাস
পাল্টায় চেনা মুখের দেখন_হাসি
পাল্টাও তুমি, তোমায় দেখতে আসি
পাল্টায় নাম ভাড়াটের তালিকায়
বলছে বাতাস, আয়, পাল্টাবি আয়
রাস্তার নাম পাল্টায় একদিন
ধারা পাল্টায় মাও সে তুং_এর চীন
প্রেম পাল্টায়, শরীরও পাল্টে যায়
ডাকছে জীবন, আয়, পাল্টাবি আয়
পাল্টায় মত, পাল্টায় বিশ্বাস
শ্লোগান পাল্টে হয়ে যায় ফিসফাস
ফিসফাসটাও পাল্টে যেতে পারে
হঠাৎ কারওর প্রচন্ড চিৎকারে
অন্য বাতাস নিয়ত পাল্টে দিচ্ছে
এমন কি সব পাল্টে যাবার ইচ্ছে
জানলার কাঁচে বাতাস ধাক্কা দিচ্ছে
হন্যে হাওয়া পাল্টে দেবার ইচ্ছে
كلمات أغنية عشوائية
- xo edwinn - n morao' كلمات الأغنية
- emmyella - jangilova (feat. ajesings) كلمات الأغنية
- cafuné - perspective (audiotree live version) كلمات الأغنية
- ilchao - ya no hay na كلمات الأغنية
- klxdy, xamuraa - tattoo كلمات الأغنية
- bajnai marcell - szeptember كلمات الأغنية
- frank & beans - to be fair كلمات الأغنية
- greg(grc) - poios كلمات الأغنية
- kylldyll - tothedirt كلمات الأغنية
- lambert - another one كلمات الأغنية