kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kabir suman - ghumou boundule كلمات أغنية

Loading...

কে বেশি পাগল? কবি না কবিতা?
দরকার নেই সেই হিসেব দেবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার

কে বেশি পাগল? কবি না কবিতা?
দরকার নেই সেই হিসেব দেবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার

কে বেশি মাতাল? কবি না কবিতা?
কে বেশি মাতাল? কবি না কবিতা?
মহুয়ার দায় নেই খবর দেবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার

কে বেশি ক্লান্ত? কবি না কবিতা?
কে বেশি ক্লান্ত? কবি না কবিতা?
কবিতার ক্লাস শেষ এবারের মতো
কে বেশি বোঝাবে? কবি না কবিতা?
কে বেশি বোঝাবে? কবি না কবিতা?
বাউন্ডুলেটা কোন ছন্দে বোঝাতো?

কে বেশি অবুঝ? কবি না কবিতা?
পদ্যের দায় নেই হিসেব দেবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার
ঘুমোও বাউন্ডুলে…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...