kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kabir suman - din jodi holo aboshan كلمات الأغنية

Loading...

দিন যদি হলো, হলো অবসান
দিন যদি হলো, হলো অবসান।
নিখিলের অন্তর মন্দির প্রাঙ্গণে।

ওই তব এল আহ্বান, আহ্বান…
দিন যদি হলো।।
চেয়ে দেখো মঙ্গল রাতি
জ্বালি দিল উৎসব বাতি,
চেয়ে দেখো মঙ্গল রাতি
জ্বালি দিল উৎসব বাতি।
স্তব্ধ এ সংসার প্রান্তে
ধরো ধরো তব বন্দন গান।
ঐ তব এলো আহ্বান, আহ্বান…
দিন যদি হলো।।
কর্মের কলরব ক্লান্ত,
করো তব অন্তর শান্ত।
কর্মের কলরব ক্লান্ত,
করো তব অন্তর শান্ত।
চিত্ত-আসন দাও মেলে
নাই যদি দর্শন পেলে।
চিত্ত-আসন দাও মেলে,
নাই যদি দর্শন পেলে।
আঁধারে মিলিবে তাঁর স্পর্শ
হর্ষে জাগায়ে দিবে প্রাণ।।
ঐ তব এলো আহ্বান, আহ্বান…
দিন যদি হলো, হলো অবসান।
দিন যদি হলো।।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...