kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kaaktaal - jaroj كلمات أغنية

Loading...

[verse_1]
হাতজোরে অনুরোধ যাও ঘরে ফিরে
মৃদু যন্ত্রণাবোধ চেপে অনাদরে
ষড়যন্ত্রের মন্ত্রণায় সন্দিহান মগজ
মর্মান্তিক দুর্দশা সব ঘরে ঘরে
আত্মসমর্পণ_অবহেলা ভয়ে
ছিনিমিনি খেলা পরিকল্পনায়
ডুবে কতিপয় জারজ

[pre_chorus]
আহা রাগ!
মুখোশে ঢেকে থাক
স্পর্শকাতর ব্যর্থতায় পড়ে নড়বড়ে পাজর
আহা লাশ!
বেরসিক উপহাস
দেখো পথ_বিপথে সবার গায়ে সাদা কাফনের কাপড়

[chorus]
আর কত চোখে আলো নিভে গেলে
আমাদের চোখে জ্বলবে আগুন
আর কত চোখের নোনা জলের তোড়ে
ভাঙবে নিরাশার দেয়াল
আর কত চোখের আলো নিভে গেলে
আমাদের চোখে জ্বলবে আগুন
আর কত চোখের নোনা জলের তোড়ে
ভাঙবে নিরাশার দেয়াল
[music]

[bridge]
বুক_ভাঙা সব গল্প জমে
আঁধার ভাঙার সুর তুলেছে
অজুহাতের লাগাম ছেঁড়ার শব্দ শোনা যায়
অনেক আঁধার অনেক বাধা
অনেক পিছুটান
হারিয়ে যাবার আগে হার মানা নয়
মানুষের পরিচয়

[chorus]
আর কত চোখের আলো নিভে গেলে
আমাদের চোখে জ্বলবে আগুন
আর কত চোখের নোনা জলের তোড়ে
ভাঙবে নিরাশার দেয়াল
আর কত চোখের আলো নিভে গেলে
আমাদের চোখে জ্বলবে আগুন
আর কত চোখের নোনা জলের তোড়ে
ভাঙবে নিরাশার দেয়াল
ভাঙবে নিরাশার দেয়াল
ভাঙবে নিরাশার দেয়াল

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...