
kaaktaal - ei tumi كلمات أغنية
[intro]
ছায়ার উপর পড়লে ছায়া গাঢ় হয়না, ধূসর
দম ফুরালে সবার বোধহয় ঠিকানা এক কবর
[verse_1]
ছায়ার উপর পড়লে ছায়া গাঢ় হয়না, ধূসর
দম ফুরালে সবার বোধহয় ঠিকানা এক কবর
গত রাতে ছায়াগুলো সেরকমই ছিল আমার
আগের আঁধার জাপটে ধরে মিলে গিয়েছিল
তোমার সাথে ভাগ করে নিয়েছি বলে সেটাও দেখো
ভোরের আলোর সাথে হালকা হতে হতে উধাও
[chorus]
দেখি এই তুমি যে সেই তুমি আর নও
দেখি এই তুমি যে সেই তুমি আর নও
দেখি এই তুমি যে সেই তুমি আর নও
[music]
[verse_2]
বদলে যাওয়ার সাথে হয়ত ফায়দা থাকবে তাই না
সবই বদলে যাচ্ছে মনের রঙ যে বদলায় না
তোমার বাড়তি আলো আমার বাড়তি আঁধার মিলেমিশে
জট পাকাবে আবার আমার বিছানার বালিশে
এমন মাথা নষ্ট হবার অপেক্ষাতে বসে
ভাবি কী পেলাম কি হারতে হল এসব হিসাব কষে
[chorus]
দেখি এই তুমি যে সেই তুমি আর নও
দেখি এই তুমি যে সেই তুমি আর নও
দেখি এই তুমি যে সেই তুমি আর নও
[bridge]
আসলে এসব কথা তোমার জন্য নয়
আমি আয়নাতে তাকালে শুধু অন্য কাউকে পাই
[chorus _ outro]
বুঝি এই আমি যে সেই আমি আর নই
বুঝি এই আমি যে সেই আমি আর নই
বুঝি এই আমি যে সেই আমি আর নই
(humming)
দেখি এই তুমি যে সেই তুমি আর নেই
দেখি এই তুমি যে সেই তুমি আর নেই
বুঝি এই আমি যে সেই আমি আর নেই
বুঝি এই আমি যে সেই আমি আর নেই
كلمات أغنية عشوائية
- shauny - wallflower كلمات أغنية
- nils (fr) - douceur et légèreté (feat. titus et street) كلمات أغنية
- woman year - good attitude كلمات أغنية
- shemar pierre - x-factor كلمات أغنية
- trapog24 - zwei,drei.mp3 كلمات أغنية
- viccens - kilometers كلمات أغنية
- sulutumana - inverno in fiore كلمات أغنية
- bipolar toler - lonely كلمات أغنية
- jad - méchant j'en ai pas l'air كلمات أغنية
- benefits - terror forever كلمات أغنية