
kaaktaal - chorki كلمات أغنية
Loading...
আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও
নীলচে সাগরের তীরঘেঁষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও
বাড়তে দাও বুনো ঝোঁপের মতোন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে।
আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও;
নীলচে সাগরের তীরঘেষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও;
সকালের আলোতে ঘাসভরা সবুজে
হামাগুড়ি হুড়োহুড়ি গড়াগড়ি খেতে দাও।
বাড়তে দাও বুনো ঝোঁপের মতোন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে
গভীর হতে দাও আমার গভীরে
রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে।
كلمات أغنية عشوائية
- bigtitijuice - diamonds كلمات أغنية
- svet kant - delivering beasts كلمات أغنية
- svet kant - an infinite curse كلمات أغنية
- kolten - lovesick كلمات أغنية
- peewee longway & lolife blacc - time gone tell كلمات أغنية
- sicboy3000 - throwaway ep (maquetes) part 2 كلمات أغنية
- branco - endnu en كلمات أغنية
- james brown - prisoner of love (live at the garden/1967) كلمات أغنية
- mike and the moonpies - the real country كلمات أغنية
- hayden james & elderbrook - remember you كلمات أغنية