kaaktaal - chorki كلمات الأغنية
Loading...
আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও
নীলচে সাগরের তীরঘেঁষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও
বাড়তে দাও বুনো ঝোঁপের মতোন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে।
আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও;
নীলচে সাগরের তীরঘেষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও;
সকালের আলোতে ঘাসভরা সবুজে
হামাগুড়ি হুড়োহুড়ি গড়াগড়ি খেতে দাও।
বাড়তে দাও বুনো ঝোঁপের মতোন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে
গভীর হতে দাও আমার গভীরে
রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে।
كلمات أغنية عشوائية
- nightfall - the sunless smile كلمات الأغنية
- nightfall - the vineyard كلمات الأغنية
- nightfall - thor كلمات الأغنية
- nightfall - thoughts كلمات الأغنية
- nightfall - until the day gods help us all كلمات الأغنية
- nightfall - enormous the anthem of death كلمات الأغنية
- nighthatred - bloodred moon, satan كلمات الأغنية
- nighthatred - murder كلمات الأغنية
- nighthatred - emotions of the blackbeast كلمات الأغنية
- nighthatred - my darkness in the enchanted forest كلمات الأغنية