
jurka - brishtir dhara كلمات أغنية
তোমারে খুঁজেছি আমি শ্রাবণেরও ধারায়
দিবস রজনী মোর কাটিয়ে দিয়েছি
তাহারো বিরহে মন ভাবনারে দেখেছিনু
আষাঢ় শ্রাবণ মোর কাটে না বেলা
সেথা আসেনি তো এ বেলায়
বাসেনি তো ভাল
কহেনি তো কোন কথা হৃদয়ে
মৃদু হাওয়া ছিল ক্ষণেক্ষণে
ঝড়ো ঝড়ো আঙিনাতে
ধীরে ধীরে বহিয়াছে গোপনে
শীতল নয়নে আমি বৃষ্টিরও ছন্দে
রিনিঝিনি পায়েলিয়া বাজে সে হাওয়ায়
তব মন মুখরিত ছন্দে আনন্দে
বারে বারে ফিরে চাহি তাহারো পানে
সেথা আসেনি তো এ বেলায়
বাসেনি তো ভাল
কহেনি তো কোন কথা হৃদয়ে
মৃদু হাওয়া ছিল ক্ষণেক্ষণে
ঝড়ো ঝড়ো আঙিনাতে
ধীরে ধীরে বহিয়াছে গোপনে
তোমারে খুঁজেছি আমি শ্রাবণেরও ধারায়
দিবস রজনী মোর কাটিয়ে দিয়েছি
তাহারো বিরহে মন ভাবনারে দেখেছিনু
আষাঢ় শ্রাবণ মোর কাটে না বেলা
সেথা আসেনি তো এ বেলায়
বাসেনি তো ভাল
কহেনি তো কোন কথা হৃদয়ে
মৃদু হাওয়া ছিল ক্ষণেক্ষণে
ঝড়ো ঝড়ো আঙিনাতে
ধীরে ধীরে বহিয়াছে গোপনে
by su_mi:)
كلمات أغنية عشوائية
- mandrake - crawling waves كلمات أغنية
- grand funk railroad - the railroad كلمات أغنية
- mandrake - crowned with leaves كلمات أغنية
- devin townsend - soul driven كلمات أغنية
- smokey robinson the miracles - everybody's gotta pay some dues كلمات أغنية
- mc zulu - spanish fly كلمات أغنية
- feat gary barlow chris moyles - insane (feat. gary barlow) - chris moyles كلمات أغنية
- jtl - enter the dragon كلمات أغنية
- spanish fly - soy 18 with a bullet كلمات أغنية
- business - hurry up harry كلمات أغنية