jurka - brishtir dhara كلمات الأغنية
তোমারে খুঁজেছি আমি শ্রাবণেরও ধারায়
দিবস রজনী মোর কাটিয়ে দিয়েছি
তাহারো বিরহে মন ভাবনারে দেখেছিনু
আষাঢ় শ্রাবণ মোর কাটে না বেলা
সেথা আসেনি তো এ বেলায়
বাসেনি তো ভাল
কহেনি তো কোন কথা হৃদয়ে
মৃদু হাওয়া ছিল ক্ষণেক্ষণে
ঝড়ো ঝড়ো আঙিনাতে
ধীরে ধীরে বহিয়াছে গোপনে
শীতল নয়নে আমি বৃষ্টিরও ছন্দে
রিনিঝিনি পায়েলিয়া বাজে সে হাওয়ায়
তব মন মুখরিত ছন্দে আনন্দে
বারে বারে ফিরে চাহি তাহারো পানে
সেথা আসেনি তো এ বেলায়
বাসেনি তো ভাল
কহেনি তো কোন কথা হৃদয়ে
মৃদু হাওয়া ছিল ক্ষণেক্ষণে
ঝড়ো ঝড়ো আঙিনাতে
ধীরে ধীরে বহিয়াছে গোপনে
তোমারে খুঁজেছি আমি শ্রাবণেরও ধারায়
দিবস রজনী মোর কাটিয়ে দিয়েছি
তাহারো বিরহে মন ভাবনারে দেখেছিনু
আষাঢ় শ্রাবণ মোর কাটে না বেলা
সেথা আসেনি তো এ বেলায়
বাসেনি তো ভাল
কহেনি তো কোন কথা হৃদয়ে
মৃদু হাওয়া ছিল ক্ষণেক্ষণে
ঝড়ো ঝড়ো আঙিনাতে
ধীরে ধীরে বহিয়াছে গোপনে
by su_mi:)
كلمات أغنية عشوائية
- pino daniele - sotto 'o sole كلمات الأغنية
- pino daniele - sono un cantante di blues كلمات الأغنية
- jimi hendrix - voodoo chile slight return كلمات الأغنية
- jimi hendrix - voodoo child كلمات الأغنية
- slaughter - incinerator كلمات الأغنية
- jimi hendrix - villanova junction كلمات الأغنية
- jimi hendrix - the story of life كلمات الأغنية
- jimi hendrix - sweet angel كلمات الأغنية
- jimi hendrix - night bird flying كلمات الأغنية
- jimi hendrix - my friend كلمات الأغنية