kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

joy shahriar - ami nei كلمات أغنية

Loading...

সত্যি যেদিন আমি থাকবো না
চেনাজানা পথ ধরে হাঁটবো না
সত্যি যেদিন আমি থাকবো না

চেনাজানা পথ ধরে হাঁটবো না
প্রিয় নামে তোমায় আর ডাকবো না
ভালো করে খুব ভালো আর বাসবো না

আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর

রক্তগোলাপ তবু ফুটবো জানি
মেঘে নীলে রোদে হবে কানাকানি
রক্তগোলাপ তবু ফুটবো জানি
মেঘে নীলে রোদে হবে কানাকানি
প্রিয় নাম ধরে তোমায় ডাকবো না
ভালো করে খুব ভালো আর বাসবো না

আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর

এত কিছু কখনো আর জানবো না
স্মৃতি মুছে ফেলো যদি আসবো না
এত কিছু কখনো আর জানবো না
স্মৃতি মুছে ফেলো যদি আসবো না
প্রিয় নামে তোমাকে আর ডাকবো না
ভালো করে খুব ভালো আর বাসবো না

আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর

সত্যি যেদিন আমি থাকবো না
চেনাজানা পথ ধরে হাঁটবো না
সত্যি যেদিন আমি থাকবো না
চেনাজানা পথ ধরে হাঁটবো না
প্রিয় নামে তোমায় আর ডাকবো না

আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...