joy shahriar - ami nei كلمات الأغنية
সত্যি যেদিন আমি থাকবো না
চেনাজানা পথ ধরে হাঁটবো না
সত্যি যেদিন আমি থাকবো না
চেনাজানা পথ ধরে হাঁটবো না
প্রিয় নামে তোমায় আর ডাকবো না
ভালো করে খুব ভালো আর বাসবো না
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
রক্তগোলাপ তবু ফুটবো জানি
মেঘে নীলে রোদে হবে কানাকানি
রক্তগোলাপ তবু ফুটবো জানি
মেঘে নীলে রোদে হবে কানাকানি
প্রিয় নাম ধরে তোমায় ডাকবো না
ভালো করে খুব ভালো আর বাসবো না
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
এত কিছু কখনো আর জানবো না
স্মৃতি মুছে ফেলো যদি আসবো না
এত কিছু কখনো আর জানবো না
স্মৃতি মুছে ফেলো যদি আসবো না
প্রিয় নামে তোমাকে আর ডাকবো না
ভালো করে খুব ভালো আর বাসবো না
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
সত্যি যেদিন আমি থাকবো না
চেনাজানা পথ ধরে হাঁটবো না
সত্যি যেদিন আমি থাকবো না
চেনাজানা পথ ধরে হাঁটবো না
প্রিয় নামে তোমায় আর ডাকবো না
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
আমি নেই, আমি নেই, এমন একটা শহর
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর
كلمات أغنية عشوائية
- los tigres del norte - la paloma كلمات الأغنية
- the chefs - 24 hours كلمات الأغنية
- patricia sosa - canta كلمات الأغنية
- the crystal method - bound too long (hyper mix) كلمات الأغنية
- craytox - unknown_person كلمات الأغنية
- spose - get to you كلمات الأغنية
- josh - loin d'ici كلمات الأغنية
- triple blue - maybe كلمات الأغنية
- hellpath - self-respect كلمات الأغنية
- renato russo - ti chiedo onestà كلمات الأغنية