journey to the smoke - bhejal shomoy كلمات الأغنية
আমার মধ্যে আমি এক অন্ধকারাচ্ছন্ন রূপ
আমি আছি দাঁড়িয়ে, পায়ের নিচে আমার ধ্বংসস্তূপ।
বেঁচে আছো গোলকধাঁধায়
চরিত্ররা বন্দি তোমার পাতায়
অবসাদের ভিড়ে হচ্ছো শিকার
নিজের চিৎকারে ধূসর চারিপাশ
রন্দ্রে রন্ধে তোমার ভরে গেছে নিকোটিন
বদলাচ্ছে চাহিদা, জানো না জিতলেও কেন বাঁচা কঠিন
মরছে শত শত প্রাণ প্রতিদিন
মরছে স্বকীয়তা প্রতিদিন
গান লিখে লিখে হচ্ছো পাগল
গিটারের স্ট্রিং এ কেঁটে যায় তোমার আঙ্গুল
বন্ধ দরজায় হাতরে যাবে কতবার
কেন মরে গিয়েও হেরে যাবে তুমি বারবার
বেঁচে আছি শূন্যতায়
বন্দী এক অদৃশ্য খাঁচায়
ভেজাল সময় আমায় করছে গ্রাস
আর আমার চিৎকারে ধূসর চারিপাশ
খুঁজে নিতে পেরেছিলাম নিজের সত্তার পরিচয়
নিজের সাথে কথা বলেও কেন ফিরে যাই স্মৃতির পাড়ায়
গান লিখে লিখে হচ্ছি পাগল
গিটারের স্ট্রিং এ কেঁটে যায় আমার আঙ্গুল
বন্ধ দরজায় হাতরে যাবো কতবার
কেন মরে গিয়েও হেরে যাবো আমি বারবার
কেন বারবার
كلمات أغنية عشوائية
- adr wal official - chillout كلمات الأغنية
- niggas - nigga gang كلمات الأغنية
- oliver walker - hollywood كلمات الأغنية
- gvllow - the bad & the ugly كلمات الأغنية
- luxury the rapper - constellation كلمات الأغنية
- sada baby - balifornia كلمات الأغنية
- caleb laduke - lotta girls كلمات الأغنية
- sean c kennedy - what is life كلمات الأغنية
- expand the mind - choose life كلمات الأغنية
- k lion - monsterz out كلمات الأغنية