
joler gaan - ei pagol ! كلمات أغنية
তোমার জন্য আকাশ ভরা তারা
আমায় না হয় খোঁপার ফুলটি দিও
বাউল মনের আকুল করা সুরে
এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
ছড়ানো ঝরাফুল
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
ছড়ানো ঝরাফুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল
রঙ্গিলা বাতাসে উড়াও- মেঘে উত্তরীয়
লীলুয়া বাতাসে উড়াও- দীঘল উত্তরীয়
এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও
তোমার জন্য আকাশ ভরা তারা
আমায় না হয় খোঁপার ফুলটি দিও
বাউল মনের আকুল করা সুরে
এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
ছড়ানো ঝরাফুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল
রঙ্গিলা বাতাসে উড়াও- মেঘে উত্তরীয়
লীলুয়া বাতাসে উড়াও- দীঘল উত্তরীয়
এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও
প্রিয়তমা
ওগো প্রিয়
এই পাগলের ভালোবাসা টুকু নিও
তুমি, এই পাগলের ভালোবাসা টুকু নিও
كلمات أغنية عشوائية
- d b s - wont forget كلمات أغنية
- d o a - d.o.a. كلمات أغنية
- defying control - turn it off كلمات أغنية
- dead swans - today.tonight.tomorrow كلمات أغنية
- direct hit - they came for me كلمات أغنية
- attila - make it sick كلمات أغنية
- death taxes - hide from god كلمات أغنية
- jeff black - santa claus كلمات أغنية
- david bazan - say it isn't greensleeves (a change at christmas) كلمات أغنية
- digger - boy toy days كلمات أغنية