kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

joler gaan - ei pagol ! كلمات الأغنية

Loading...

তোমার জন্য আকাশ ভরা তারা
আমায় না হয় খোঁপার ফুলটি দিও
বাউল মনের আকুল করা সুরে

এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও

তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
ছড়ানো ঝরাফুল

তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
ছড়ানো ঝরাফুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল

রঙ্গিলা বাতাসে উড়াও- মেঘে উত্তরীয়
লীলুয়া বাতাসে উড়াও- দীঘল উত্তরীয়
এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও

তোমার জন্য আকাশ ভরা তারা
আমায় না হয় খোঁপার ফুলটি দিও
বাউল মনের আকুল করা সুরে
এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও

তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
ছড়ানো ঝরাফুল

আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল

রঙ্গিলা বাতাসে উড়াও- মেঘে উত্তরীয়
লীলুয়া বাতাসে উড়াও- দীঘল উত্তরীয়
এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও

প্রিয়তমা
ওগো প্রিয়
এই পাগলের ভালোবাসা টুকু নিও
তুমি, এই পাগলের ভালোবাসা টুকু নিও

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...