
joler gaan - এমন যদি হতো lyrics
[intro]
এমন যদি হতো, আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ
এমন যদি হতো, আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ
[verse 1]
পালাই বহুদূরে, ক্লান্ত ভবঘুরে
ফিরব ঘরে কোথায় এমন ঘর
বৃক্ষতলে শুয়ে, তোমার দুঃখ ছুঁয়ে
বৃক্ষতলে শুয়ে, তোমার দুঃখ ছুঁয়ে
ঘুম আসেনা, ঘুমও স্বার্থপর
[chorus]
এমন যদি হতো, আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ
এমন যদি হতো, আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ
[verse 2]
হঠাৎ ফিরে দেখি, নিজের মুখোমুখি
শূণ্য ভীষণ শূণ্য মনে হয়
কী আর এমন হবে, কে পেয়েছে কবে
কী আর এমন হবে, কে পেয়েছে কবে
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়
[chorus]
এমন যদি হতো, আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ
এমন যদি হতো, আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ
[verse 3]
হতাম যদি রঙিন প্রজাপতি
ফুলে ফুলে মাতামাতি
হতাম যদি রঙিন প্রজাপতি
ফুলে ফুলে মাতামাতি
দিনের আলো কাটে উড়ে উড়ে
তোমার আমার গানের সুরে
বৃক্ষতলে শুয়ে, তোমার দুঃখ ছুঁয়ে
বৃক্ষতলে শুয়ে, তোমার দুঃখ ছুঁয়ে
ঘুম আসেনা, ঘুমও স্বার্থপর
[chorus]
এমন যদি হত, আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ
এমন যদি হত, আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ
Random Lyrics
- fall - surmount all obstacles lyrics
- fredrik thordendals special defects - skeletonization lyrics
- rage - another kind of madness lyrics
- randy - ella se mueve lyrics
- aiden - freedom from religion lyrics
- michael trent - daily routine lyrics
- darkest hour - the light at the end of the world lyrics
- catch 22 - chin up lyrics
- ufo - something else lyrics
- paulina rubio - miel y sal lyrics