jeet gannguli - ureche mon كلمات الأغنية
[chorus]
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
[post-chorus]
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
[pre-chorus]
দিন শুরু তোর কথায়
তুই ছাড়া নামে না রাত
চাঁদ থেকে
চল হারাই সব ছেড়ে
তোর সাথেই ফুরোবে দিন
আজ থেকে
[chorus]
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
[post-chorus]
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
[verse 1]
লিখে যাই, গল্প না থাকুক
ভুলে যাই যন্ত্রণাটুকু
মন আমার তোর ইশারায়
খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ
দূরে যায়, অল্প অল্প সে
সত্যি না, গল্প গল্প সে
মন আমার সবই হারায়
খুঁজে বেড়ায় তোরই যে আবেশ
[pre-chorus]
দিন শুরু তোর কথায়
তুই ছাড়া নামে না রাত
চাঁদ থেকে
[chorus]
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
[post-chorus]
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
[verse 2]
চলে যাই দু’চোখের পথে
বলে যাই কথা তোরই যে
মন আমার ভবঘুরে যাবে দূরে
তোকে না পেলে
কেন তুই দূরে দূরে বল
আকাশে উড়ে উড়ে চল
মিশে যাই এই আকাশে তোর বাতাসে
পাখনা মেলে
[pre-chorus]
দিন শুরু তোর কথায়
তুই ছাড়া নামে না রাত
চাঁদ থেকে
[chorus]
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
[post-chorus]
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
كلمات أغنية عشوائية
- laskar teflon - tomber كلمات الأغنية
- significant point - heavy attack كلمات الأغنية
- lice (uk) - folla كلمات الأغنية
- matt walden - intuition كلمات الأغنية
- jerome pradon - the city wall كلمات الأغنية
- leonilo jaimes - mil rosas كلمات الأغنية
- smokeasac - 4u(crying) كلمات الأغنية
- serane - u n me كلمات الأغنية
- jxjo - nasa كلمات الأغنية
- plenty (jp) - よい朝を、いとしいひと (yoi asa o, itoshii hito) كلمات الأغنية