
jeet gannguli - swapno nil كلمات أغنية
স্বপ্ন নীল, স্বপ্ন নীল
প্রেম দু’হাত বাড়াই
স্বপ্ন নীল, স্বপ্ন নীল
প্রেম ডাকে আমায়
স্বপ্ন নীল, স্বপ্ন নীল
প্রেম দু’হাত বাড়াই
স্বপ্ন নীল, স্বপ্ন নীল
প্রেম ডাকে আমায়
রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম ঘুম আসে না
জানি না…
রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম ঘুম আসে না
জানি না…
স্বপ্ন নীল, স্বপ্ন নীল
প্রেম দু’হাত বাড়াই
স্বপ্ন নীল, স্বপ্ন নীল
প্রেম ডাকে আমায়
music
ভাবিনি এই ভাবে একদিন তোমাকে
সঙ্গিনী করবো যে, কোন দিন তোমাকে
লাগে আজ ভালো যে
কেউ কাছে এলো যে
অচেনা অজানা কেউ হলো আপনজনা
রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম ঘুম আসে না
জানি না…
রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম ঘুম আসে না
জানি না…
music
স্বপ্নকে দু’চোখে প্রতিদিন সাজিয়ে
তোমাকে রাখবো যে চিরদিন লুকিয়ে
ঘুম নেই তবু যে
স্বপ্নকে মন খোঁজে
বলে প্রেম দাও পাখি
আকাশে মেলে ডানা
রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম ঘুম আসে না
জানি না…
রাতে ঘুম ঘুম ঘুম আসে না
চোখে ঘুম ঘুম ঘুম নামে না
কেনো ঘুম ঘুম ঘুম আসে না
জানি না…
كلمات أغنية عشوائية
- apologetix - trilobite love كلمات أغنية
- kid elliot - about last night كلمات أغنية
- resiko meledak - orasi pecundang كلمات أغنية
- lil jdog - sourdough! كلمات أغنية
- xtc7400 - ineedspace! كلمات أغنية
- leo germany - devenir poète كلمات أغنية
- flatturn - делаю себя* (making myself) كلمات أغنية
- marie-gold (canada) - cracher sur vos tombes (interlude) كلمات أغنية
- only ib - fly كلمات أغنية
- junior h - mente positiva كلمات أغنية