
jeet gannguli & anwesha dutta gupta - aaj amaye كلمات أغنية
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
দুজনের একা হওয়া
আমাদের দেখা হওয়া
যেন লিখে রাখা ছিল তাই
দুটো পাখি একই ডালে
হাওয়াদের তালে তালে
পাশাপাশি উড়ে চলে যায়
ও
কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোরই নাম, তোরই ছবি
একেছি গোপনে
আজ কেমন শুন্য তোকে ছাড়া
ইচ্ছেরা দিচ্ছে সে ইশারা
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
আমি তোর ছায়া হবো
কিছুটা বেহায়া হবো
চেয়ে নেব চেনা আবদার
ঘুমের ভিতরে তোকে
ঘুরাবো নরম নদী
ঢেকে দেব মেঘেতে আবার
কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোরই নাম, তোরই ছবি
এঁকেছি গোপনে
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
كلمات أغنية عشوائية
- dc the midi alien - technology takeover كلمات أغنية
- blink-182 - don't leave me كلمات أغنية
- sexion d'assaut - kiff le somor كلمات أغنية
- flyluminati - just wait كلمات أغنية
- tom baggins - innout كلمات أغنية
- pięć dwa - w tęczowych barwach كلمات أغنية
- mic - jumpin كلمات أغنية
- young guns - tonight كلمات أغنية
- codei - end it all كلمات أغنية
- tus veranos - lyrical assassin كلمات أغنية