jay das - tumio كلمات الأغنية
[verse 1]
তোমার অভাবে রঙিন এক সকালে
মনটা ধূসর লাগে বুঝাবো কী?
তোমার ভালোবাসাতে রহস্য লুকিয়ে থাকে
যদিও দ্বিধা সেই তবুও চিঠি লিখে পাঠিয়ে দেই
আমার হিসেবে এই অনুভূতির তুলনা নেই
[pre_chorus]
আমার হাতে লেখায় কত যে ব্যথা লুকায়
তবুও লিখে যাই তোমার আশায়
[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো
তুমিও, তুমিও, yeah
তুমিও শুধু আমার চোখে ভাসো, yeah
[verse 2]
থামো! কী বলতে চাই একবার তো শুধু শোনো
কানে headphone দিয়ে কোথায় যাও? i don’t know
কেটে না দিন অপেক্ষায় তোমাকে বলবো (বলে দিবো)
কারণে অকারণে এসেছি নির্বাসনে
হুশ_জ্ঞান তো চলে গেলো তোমার সাথে
[pre_chorus]
আমার হাতে লেখায় কত যে ব্যথা লুকায়
তবুও লিখে যাই তোমার আশায়
[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো
[instrumental break]
[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো
তুমিও, তুমিও, yeah
তুমিও শুধু আমার চোখে ভাসো, yeah
كلمات أغنية عشوائية
- sitd - sturmlicht (ruined conflict remix) كلمات الأغنية
- dos reis iii, popsho & hyden - notte كلمات الأغنية
- cj acoba - jennie's gummy smile كلمات الأغنية
- k.vsh (korean) - crossroad كلمات الأغنية
- kriipsu-uku - algus (feat. noormeek) كلمات الأغنية
- hunjiya - give it/what i get كلمات الأغنية
- 22 cupid - don’t cheat كلمات الأغنية
- belmar - escape كلمات الأغنية
- young igi - tba2 كلمات الأغنية
- mack e. z - rainy days كلمات الأغنية