
jay das & as omix - mugdho كلمات أغنية
Loading...
[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য!
[verse 1]
হৃদয়ের মেলায় ভেসে বলো কতো গল্প
পাহাড় চূড়ায় বসে দেখো কতো স্বপ্ন
যে তুমি সারাদিন
[pre_chorus]
অন্ধকারে তোমার আলো খুঁজি
নীরব চাঁদের তুমি তো চামেলি
নিজের মতো স্বাধীন
[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য
তোমার মতো
[verse 2]
কোথায় আবার গেলে
আমাকে না বলে?
দেখি মাঝে মাঝে
ফিরে কী তাকালে?
কারণ, আলো ছাড়াতো আঁধার অর্থহীন!
[pre_chorus]
অন্ধকারে, তোমার আলো খুঁজি
নীরব চাঁদের, তুমি তো চামেলি
নিজের মতো স্বাধীন
[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য
তোমার মতো!
كلمات أغنية عشوائية
- knightressm1 - lock & key كلمات أغنية
- paiman afzali - hey baby كلمات أغنية
- deathbreaker - pit viper كلمات أغنية
- mc rene - ohne frage prod. by the intern كلمات أغنية
- heyfeel - new day كلمات أغنية
- snvre - code كلمات أغنية
- leo pari - fiore malato كلمات أغنية
- yung keezy - tonight كلمات أغنية
- mats rådberg - släpp inte taget كلمات أغنية
- elia (fra) - pornographie كلمات أغنية