kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

james - shada ashtreyta كلمات الأغنية

Loading...

মাঝ রাতে ভরা অ্যাশট্রেটা দেখে ভাবি
আমার অনেক ভাবনা চিন্তা
আগুন জ্বলে আর আগুন জ্বলে

পুড়ে পুড়ে ছাই
ছাই হয়ে জমা হয়ে আছে জমা হয়ে
পুড়ে পুড়ে ছাই
ছাই হয়ে জমা হয়ে আছে জমা
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রেতে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রে

সাদা অ্যাশট্রের বুকে বাসি ফিল্টার
মনে হয় যেন কিছু রাগ অভিমান
জোর করে পিষে ফেলা কিছু অনুরাগ
পড়ে আছে খুব দামি সাদা অ্যাশট্রেতে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রে

আমার সময় খুঁজি যখন অবসাদে
ছাই রঙা সব ছাই জমে চলে তাড়াহুড়ো করে
তোমায় খোঁজার সাধই চলে যায়
ভালবাসা কিছু জমা পড়ে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রেতে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রেতে

মাঝরাতে ভরা অ্যাশট্রেটা দেখে ভাবি আমি
আমার অনেক ভাবনা চিন্তা
আগুন জ্বলে আর আগুন জ্বলে
পুড়ে পুড়ে ছাই হয়ে
জমা হয়ে আছে
পুড়ে পুড়ে ছাই হয়ে
জমা হয়ে আছে

ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে…
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রেতে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে
ক্রিস্টাল পাথরের…

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...