
james - shada ashtreyta كلمات أغنية
মাঝ রাতে ভরা অ্যাশট্রেটা দেখে ভাবি
আমার অনেক ভাবনা চিন্তা
আগুন জ্বলে আর আগুন জ্বলে
পুড়ে পুড়ে ছাই
ছাই হয়ে জমা হয়ে আছে জমা হয়ে
পুড়ে পুড়ে ছাই
ছাই হয়ে জমা হয়ে আছে জমা
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রেতে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রে
সাদা অ্যাশট্রের বুকে বাসি ফিল্টার
মনে হয় যেন কিছু রাগ অভিমান
জোর করে পিষে ফেলা কিছু অনুরাগ
পড়ে আছে খুব দামি সাদা অ্যাশট্রেতে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রে
আমার সময় খুঁজি যখন অবসাদে
ছাই রঙা সব ছাই জমে চলে তাড়াহুড়ো করে
তোমায় খোঁজার সাধই চলে যায়
ভালবাসা কিছু জমা পড়ে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রেতে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রেতে
মাঝরাতে ভরা অ্যাশট্রেটা দেখে ভাবি আমি
আমার অনেক ভাবনা চিন্তা
আগুন জ্বলে আর আগুন জ্বলে
পুড়ে পুড়ে ছাই হয়ে
জমা হয়ে আছে
পুড়ে পুড়ে ছাই হয়ে
জমা হয়ে আছে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে…
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে অ্যাশট্রেতে
ক্রিস্টাল পাথরের সাদা অ্যাশট্রে
ক্রিস্টাল পাথরের…
كلمات أغنية عشوائية
- uncontrollable few - all-american apathy كلمات أغنية
- warriors - holding sand كلمات أغنية
- weepies - hummingbird كلمات أغنية
- wallstones - she walks on كلمات أغنية
- verna cannon - flies كلمات أغنية
- stairs - einstein & his enemies كلمات أغنية
- vibrators - i don't need it كلمات أغنية
- view - jimmy's crazy conspiracy كلمات أغنية
- vells - larger than life كلمات أغنية
- walkmen - my old man كلمات أغنية