
james - najayej كلمات أغنية
আমিও তোমাদের মত
শুধু জন্মটা ব্যতিক্রম
তোমরা যাদের বাবা বলো
আমি তাদের বীর্যের সংমিশ্রণ
হে! নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ বলো তোমরা
আমিও তোমাদের মত
জন্ম কোনো অন্ধ গলিতে
হয়তো নিষিদ্ধ পল্লীতে
সূর্যের আলোর নেই যাতায়াত
সেখানে শুধু আঁধার হাহাকার
হাহ হা, হাহাকার
নাজায়েজ বলো তোমরা
নাজায়েজ বলো আমাকে…
দুঃখ যেখানে চিরসাথী
গালাগালি খেয়ে কাটে দিন
আর রাত কাটে কোনো ডাস্টবিনে
এমনই কোনো রাতে
জানতে চাইলে পিতৃ পরিচয়
বাড়বে তোমাদের সংশয়
আমার প্রশ্নের জবাব কে দেবে?
ডাকবো বাবা বলে বলো কাকে?
আমার ইচ্ছে হয় জ্বলতে
বারুদের মত জ্বলে উঠতে
সমাজের চোখে
সমাজের চোখে নষ্ট, হাঁ, নষ্ট সন্তান!
নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ বলো আমাকে
আমিও তোমাদের মত
শুধু জন্মটা ব্যতিক্রম
তোমরা যাদের বাবা বলো
আমি তাদের বীর্যের সংমিশ্রণ
আমার প্রশ্নের জবাব কে দেবে?
একটা প্রশ্ন থেকে যাচ্ছে
আমি কে?
বলো আমি কে?
আমি কে?
বলো আমি কে?
আমি কে?
বলো আমি কে?
নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ, নাজায়েজ…
নাজায়েজ, নাজায়েজ…
كلمات أغنية عشوائية
- the chicago loop - (when she needs good lovin') she comes to me كلمات أغنية
- the leaves - hey joe كلمات أغنية
- outsiders - help me girl كلمات أغنية
- the platters - i love you 1000 times كلمات أغنية
- the pozo seco singers - look what you've done كلمات أغنية
- the shadows of knight - oh yeah كلمات أغنية
- shangri las - long live our love كلمات أغنية
- tina dickow - heaven and hell كلمات أغنية
- tina dickow - london كلمات أغنية
- barbie as the island princess - i need to know كلمات أغنية